গণনাট্য, বা, গণনাট্য সংঘ হলো ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি নাট্যদল যেটি ১৯৩০ ও ১৯৪০-এর দশকে তৎকালীন ব্রিটিশ ভারতে গণনাট্য আন্দোলন শুরু করেছিল বাংলার গ্রামীণ জনপদে সামাজিক ও রাজনৈতিক নাটকের প্রসার ঘটানোর মাধ্যমে।[][]

গণনাট্য সংঘ
গঠিত১৯৩০'এর দশক
ধরননাট্যদল
উদ্দেশ্যলোকনাট্য
অবস্থান
  • কোলকাতা, ভারত

ইতিহাস

সম্পাদনা

গণনাট্য সংঘ ১৯৪১ সালে বেঙ্গালুরুতে গঠিত হয়।[]

ভূমিকা

সম্পাদনা

গণনাট্য মূলতঃ সমাজতান্ত্রিক ভাবধারার নাট্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠায় এটির মূল লক্ষ্য ছিলো তৃণমূলের গণমানুষকে নাট্যকলার মাধ্যমে সচেতন করে নিজেদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত করা।[] গণনাট্য আন্দোলন বাংলার নাট্যসাহিত্যের উপর প্রভাব বিস্তারের পাশাপাশি এখানকার জনমানসে সাংস্কৃতিক বিকাশও সাধন করেছে।[]

জড়িত ব্যক্তিবর্গ

সম্পাদনা

'৩০ ও '৪০-এর দশকে গড়ে ওঠা এই সাংস্কৃতিক সংগঠনটির সাথে যুক্ত ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলের প্রায় সকল নাট্যকর্মী এবং অভিনয় শিল্পিগণ।[][] এই সংঘের সাথে জড়িত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ বিজন ভট্টাচার্য,[] উৎপল দত্ত প্রমুখ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Theatre and politics: a study of group theatre movement of Bengal, 1948-1987, লিখেছেন কুন্তাল মুখোপাধ্যায়। বিভাশা, ১৯৯৯। আইএসবিএন ৮১৮৭৩৩৭০৪৪পাতা ৫০
  2. Encyclopaedia of Indian literature, খণ্ড ৬। লিখেছেন অমরেশ দত্ত, মোহন লাল। সাহিত্য আকাদেমি, ১৯৯৪। পাতা ৪৮২৩
  3. শামীমা আক্তার (২০১২)। "নাট্যগোষ্ঠী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. ড. রুবেল আনছার। গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য্যের নাটক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস। পৃষ্ঠা নং: ১০৯-১২৩।
  5. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৬৩।

বহি:সংযোগ

সম্পাদনা