গডফ্রে চিতালু

জাম্বীয় ফুটবলার

গডফ্রে চিতালু জাম্বিয়ান ফুটবলার, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, অধিনায়ক ও কোচ।

গডফ্রে চিতালু
১৯৭৪ সালের আফ্রিকান কাপ অফ নেশনস এ গডফ্রে চিতালু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গডফ্রে চিতালু
জন্ম (১৯৪৭-১০-২২)২২ অক্টোবর ১৯৪৭
জন্ম স্থান লুয়ানশা, Northern Rhodesia
মৃত্যু ২৭ এপ্রিল ১৯৯৩(1993-04-27) (বয়স ৪৫)
মৃত্যুর স্থান আটলান্টিক মহাসাগর, গাবন উপকূল
মাঠে অবস্থান ফরওয়ার্ড
যুব পর্যায়
১৯৫৭–১৯৫৯ ফিসান্সা যুব ক্লাব
১৯৫৯–১৯৬২ কওয়াচা আই কমিউনিটি সেন্টার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৪–১৯৭০ কাবউয়ী ইউনাইটেড
১৯৭১–১৯৮২ কাবউয়ী ওয়ারিওর্স
জাতীয় দল
১৯৬৮–১৯৮০ জাম্বিয়া ১০৩ (৭৪)
পরিচালিত দল
১৯৯১–১৯৯৩ কাবউয়ী ওয়ারিওর্স
১৯৯৩ জাম্বিয়া
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

এক মৌসুমে সর্ব্বোচ্চ গোলের hবিতর্ক সম্পাদনা

জাম্বিয়ার ফুটবল কর্মকর্তারা দাবি করেন যে, গডফ্রে চিতালু ১৯৭২ সালের ২৩ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বরের মধ্যে (লীগ ম্যাচে ৪৯ গোল এবং আন্তর্জাতিক ও কাপ ম্যাচে ৫৮ গোল) ১০৭ টি গোল করেছিলেন। জাতীয় আর্কাইভস, দৈনিক টাইমস অব জাম্বিয়া ও দৈনিক দ্য জাম্বিয়া ডেইলি মেইল থেকে এই তথ্য পেয়েছেন তারা।[১][২][৩]

ক্যারিয়ার সন্মাননা সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

Zambia

  • Heroes Cup: 1968
  • Peter Stuyvesant Trophy: 1969
  • African Cup of Nations (Runner-Up): 1974

ক্লাব সম্পাদনা

কিটউয়ী ইউনাইটেড

  • হেনরিখ চিবুকু কাপ (আঞ্চলিক): ১৯৭০

কাবউয়ী ওয়ারিওর্স

  • Zambian League: 1971,1972
  • Castle Cup: 1972
  • Challenge Cup: 1972
  • হেনরিখ চিবুকু কাপ (আঞ্চলিক): ১৯৭১, ১৯৭২
  • চ্যরিটি শিল্ড (আঞ্চলিক): ১৯৭১, ১৯৭২, ১৯৭৩

ব্যক্তিগত সম্পাদনা

  • ফুটবলার অব দ্যা ইয়ার (জাম্বিয়া): ১৯৬৮, ১৯৭০, ১৯৭২, ১৯৭৮ ১৯৭৯
  • লীগের সর্ব্বোচ্চ গোলদাতা (জাম্বিয়া): ১৯৬৮, ১৯৭১, ১৯৭২, ১৯৭৪ ১৯৭৭, ১৯৮০
  • স্পোর্টসম্যান অব দ্যা ইয়ার (জাম্বিয়া): ১৯৭৭
  • ইনসুগনিয়া অব অনার: ১৯৮১
  • ফেয়ার প্লে এওয়ার্ড (ইন্টারন্যাশনাল কমিটি ফর ফেয়ার প্লে): ১৯৮৮

বিশ্ব রেকর্ড (বর্তমানে আন-অফিসিয়াল) সম্পাদনা

  • এক মৌসুমে সর্ব্বোচ্চ গোল (ক্লাব ও জাতীয় দল): ৯৭ গোল
  • এক মৌসুমে সর্ব্বোচ্চ গোল (ক্লাব): ৯৭ গোল
  • এক বছরে সর্ব্বোচ্চ গোল (ক্লাব ও জাতীয় দল): ১০৬ গোল
  • এক বছরে সর্ব্বোচ্চ গোল (ক্লাব): ১০৪ গোল

নোট: আন-অফিসিয়াল ম্যাচের গোল গণ্য করা হয় না।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা