গজঘণ্টা ইউনিয়ন

রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি ইউনিয়ন

গজঘন্টা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[][] এটি ৪৯.৯১ কিমি২ (১৯.২৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৬,৫০৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১০টি ও মৌজার সংখ্যা ১০টি।

গজঘণ্টা ইউনিয়ন
ইউনিয়ন
৬নং গজঘণ্টা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাগংগাচড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৯.৯১ বর্গকিমি (১৯.২৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৬,৫০৫
 • জনঘনত্ব৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ

সম্পাদনা

গজঘণ্টার পূর্ব নাম ছিল ব্রহ্মধাম (ব্রাহ্মণদের পূজা-অর্চনার অঞ্চল)। তখন এখানকার হিন্দুদের অধিকাংশ ব্রাহ্মণ ছিল। এখানে তখন যে কয়টি জমিদার পাওয়া যায় তারা সবাই হিন্দু ছিল। গজঘণ্টা বাজারের পশ্চিম পাশে মানাস নদীর উপর বর্তমান যে সেতু রয়েছে (তখন এখানে সেতু ছিল না) সেখানে এখানে একদিন জমিদারের হাতির ঘণ্টা খুলে পড়ে যায়। সে থেকে গজঘণ্টা নামের উৎপত্তি। এই মতও প্রচলিত যে, এখানে তখন স্থানীয় জমিদারগণের হাতির সংখ্যা এত বেশি ছিল যে, তাদের ঘণ্টার শব্দ দূর থেকে শোনা যেত। তা থেকে গজঘণ্টা নামের উৎপত্তি (গজ অর্থ হাতি)।[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

ইউনিয়নের ৯টি মৌজার নাম:[]

  • তালুক হাবু
  • কিসমত হাবু
  • উমর
  • জয়দেব
  • মইসেশুর
  • রমাকান্ত
  • একনাথ
  • রাজবল্লভ
  • ছালাপাক

গ্রামগুলি হল:[]

  1. জয়দেব উত্তর
  2. জয়দেব মধ্য
  3. জয়দেব পূর্ব
  4. ছালাপাক
  5. একনাথ
  6. রমাকান্ত মহিষাশুর
  7. রাজবল্লভ
  8. তালুকহাবু
  9. কিশামতহাবু
  10. উমর

দর্শনীয় স্থান

সম্পাদনা

উমাকান্ত জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ও হাবু বালারঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

(হাবু ৫৭ জামাত ঈদগা)।

সাংস্কৃতিক অবকাঠামো

সম্পাদনা

ইউনিয়নে ৬টি ইদগাহ, ২৫টি কবরস্থান, ২টি শ্মশান, ৭টি পেশাজীবী সংগঠন ও ৪টি ক্রীড়া সংগঠন আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গজঘণ্টা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, মো. মাহমুদুল আলম, লেখক সংসদ, রংপুর, ২০১৩, পৃ. ৩৬-৩৭।
  4. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"gojoghontaup.rangpur.gov.bd। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা