গঙ্গা (১৯৬০-এর চলচ্চিত্র)

রাজেন তরফদার পরিচালিত ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

গঙ্গা রাজেন তরফদার পরিচালিত বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র।[][] এটি সমরেশ বসুর ১৯৪৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটি সিনে আর্ট প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত।[] চলচ্চিত্রটিতে একজন তরুণ জেলের জীবন কাহিনী চিত্রিত করা হয়েছে।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জ্ঞানেশ মুখোপাধ্যায়, নিরঞ্জন রায়, সন্ধ্যা রায়রুমা গুহঠাকুরতা। এর সঙ্গীতায়োজন করেন সলিল চৌধুরী[]

গঙ্গা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজেন তরফদার
চিত্রনাট্যকাররাজেন তরফদার
উৎসসমরেশ বসু কর্তৃক 
গঙ্গা
শ্রেষ্ঠাংশে
সুরকারসলিল চৌধুরী
চিত্রগ্রাহকদীনেন গুপ্ত
সম্পাদকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
সিনে আর্ট প্রোডাকশন্স প্রাইভেট লিঃ
মুক্তি
  • ১৭ নভেম্বর ১৯৬০ (1960-11-17)
দেশভারত
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৬০ সালের ১৭ই নভেম্বর মুক্তি পায়।[] এটি ৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যোগ্যতার সনদ বিভাগে পুরস্কৃত হয়।[]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • জ্ঞানেশ মুখোপাধ্যায় - পাঁচু
  • নিরঞ্জন রায় - বিলাস
  • রঞ্জন মুখোপাধ্যায় - নিবারণ
  • মহম্মদ ইসরাইল - কদম পচু
  • প্রমথ নাথ ঘোষ - পাঁচুর বাবা
  • তুলসী লাহিড়ী - পাঁচুর কাকা
  • তারাপদ গঙ্গোপাধ্যায় - অনন্ত
  • মণি শ্রীমানি - মহাজন
  • গোবিন্দ চক্রবর্তী - ঠাণ্ডারাম
  • দেবী নিয়োগী - সয়ারাম
  • ভোলানাথ কয়াল - অনাথ
  • মনোরঞ্জন নাথ - ফড়ে
  • রথীন ঘোষ
  • মন্মথ মুখোপাধ্যায়
  • হরিমোহন বসু - ব্রজেন ঠাকুর
  • উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় - পরাগ
  • কাজল মজুমদার
  • সুশীল ঘোষ
  • ভবতোষ ভট্টাচার্য্য
  • বাদল মণ্ডল
  • দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
  • কিশোরী পাইন - অমর্ত
  • সমীর সমাজপতি
  • রুমা গুহঠাকুরতা - হিমি
  • সীতা মুখোপাধ্যায় - দামিনী
  • সন্ধ্যা রায় - পাঁচী
  • সুমনা ভট্টাচার্য
  • নমিতা সিনহা
  • সুরুচি সেনগুপ্তা - বিলাসের মা
  • সাধনা রায়চৌধুরী - পাঁচুর বৌ
  • শেফালি বন্দ্যোপাধ্যায় - খুড়ি
  • মাধুরী - ফড়েনি

সঙ্গীত

সম্পাদনা

গঙ্গা চলচ্চিত্রের সঙ্গীতায়োজন ও গীত রচনা করেন সলিল চৌধুরী[] গানে কণ্ঠ দেন মান্না দে, নির্মলেন্দু চৌধুরী, সবিতা বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ মিত্র, ও রত্না সরকার।[]

পুরস্কার

সম্পাদনা
৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মুখার্জি, বিমল; কোঠারি, সুনীল; লাল, আনন্দ; দাস গুপ্ত, চিদানন্দ (১৯৯৫)। Rasa: Theatre and cinema। অনামিকা কালা সংগম। পৃষ্ঠা ২৫২। 
  2. রুদ্র, মেঘদূত (১৪ নভেম্বর ২০১৮)। "বাংলা সিনেমার ১০০ বছর নিয়ে প্রদর্শনী 'চালচিত্র'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  3. "GANGA (1960)"BFI। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  4. রাহা, কিরন্ময় (১৯৯১)। Bengali cinema। নন্দন। পৃষ্ঠা ৬১। 
  5. "Ganga 1960 movie"। গোমোলো। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  6. "Ganga"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  7. "8th National Film Awards"। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  8. "চিত্র বিবরণ - গঙ্গা"বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 
  9. দাশ, রক্তিম (২০ নভেম্বর ২০১১)। "বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকের ৭৫ বছর..."বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা