খ্রিস্টধর্মে নবীগণ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

খ্রিস্ট ধর্মে পুরাতন নিয়মনতুন নিয়মে উল্লেখিত ব্যক্তিদের নবী হিসেবে সম্বোধন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে নবীরা স্রষ্টা কর্তৃক নির্বাচিত এবং তিনি তাদের নবী বানিয়েছেন।

ধর্ম প্রচাররত সেইন্ট জন দ্যা ব্যাপ্টিস্ট, আনু. ১৬৬৫, মাট্টিয়া প্রেটি

নিচের মূল তালিকাটি সে সকল ব্যক্তিদের নাম দিয়ে তৈরি যাদেরকে পরিষ্কারভাবে নবী বলা হয়েছে, হোক স্পট বর্ণনায় বা সুস্পষ্ট প্রাসঙ্গিক অর্থে।

দ্বিতীয় তালিকাটি সেই সকল ব্যক্তিদের নাম দ্বারা গঠিত যাদের ব্যাপারে ধর্মগ্রন্থগুলোতে দৈব্য অভিজ্ঞতা অর্জনের ব্যাপারে লিপিবদ্ধ আছে কিন্তু কোন প্রধান বা উপযুক্ত নবুয়ত প্রসঙ্গের উল্লেখ নেই। তৃতীয় তালিকা অজ্ঞাত নবীদের নিয়ে। চতুর্থ তালিকায় বাইবেলের পথভ্রষ্ট ও ভণ্ড নবীদের নাম রয়েছে।

শেষ দুটো তালিকা বাইবেল পরবর্তী সময়কার নবী দাবি করা ব্যক্তিদের নাম নিয়ে যাদের কিছু খ্রিস্টান অনুসরণ করতো (সবাই নয়)। শেষ তালিকা বাইবেল পরবর্তী সময়কার ব্যক্তি যাদেরকে নবী বলে গণ্য করা হয় এবং দৈব্য অভিজ্ঞতা অর্জন করেছে বলে বলা হয় তাদের নিয়ে।

নবীদের মূল তালিকা (৬৮) সম্পাদনা

 
ইসাহিয়ার দৈব্যদর্শন, জুলিয়াস শ্নোর ভন কারলস্ফিল্ড
 
হরেস ভার্নেট, জেরুজালেমের ধ্বংসস্তুপে জেরেমিয়াহ (১৮৪৪)

১৫ দৈব্য অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং ৭০ জন বয়োজ্যেষ্ঠ সম্পাদনা

অজ্ঞাত নবী ও ঈশ্বরের ব্যক্তি সম্পাদনা

এগারো জন ভণ্ড নবী ও বা'আল দেবতার নবীগণ সম্পাদনা

বাইবেল পরবর্তী সময়কার দাবিকৃত নবীগণ সম্পাদনা

এই ব্যক্তিদেরকে কিছু খ্রিস্টানেরা নবী হিসেবে বিশ্বাস করেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা