বেতনা এক্সপ্রেস
(খুলনা কমিউটার থেকে পুনর্নির্দেশিত)
বেতনা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-৫৩/৫৪/৯৫/৯৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি খুলনা-বেনাপোল-খুলনা রেলপথে চলাচল করে। এই ট্রেনটি আগে বেনাপোল কমিউটার ও খুলনা কমিউটার নামে চলাচল করতো।[১][২]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
প্রথম পরিষেবা | ১০ জানুয়ারি ২০২০ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা রেলওয়ে স্টেশন |
শেষ | বেনাপোল রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ২ ঘণ্টা ৩০ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৫৩/৫৪/৯৫/৯৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ |
|
যাত্রাপথ সম্পাদনা
খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল ব্রডগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা সম্পাদনা
বেতনা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
সময়সূচি সম্পাদনা
- ৫৩ নং বেতনা এক্সপ্রেস-১ = খুলনা থেকে ছাড়ে সকাল ৬টা ৪৫ মিনিটে, বেনাপোল পৌঁছায় সকাল ৮টা ৫৫ মিনিটে।
- ৯৬ নং বেতনা এক্সপ্রেস-২ = বেনাপোল থেকে ছাড়ে সকাল ৯টা ২৫ মিনিটে, খুলনা পৌঁছায় সকাল ১১টা ৪৫ মিনিটে।
- ৯৫ নং বেতনা এক্সপ্রেস-৩ = খুলনা থেকে ছাড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে, বেনাপোল পৌঁছায় দুপুর ২টা ৫০ মিনিটে।
- ৫৪ নং বেতনা এক্সপ্রেস-৪ = বেনাপোল থেকে ছাড়ে বিকাল ৫টায়, খুলনা পৌঁছায় ৭টা ৩০ মিনিটে।[৩]
সম্পর্কিত নিবন্ধ সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "ট্রেন দেখার পরও লাইনে উঠে যায় ট্রাক, নিহত ১"। Dhaka Tribune Bangla। ২০২০-০২-০৬। ২০২০-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।
- ↑ "অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।
- ↑ "আজ থেকে ট্রেন চলবে নতুন সময়সূচিতে"। shomoyerkhobor.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]