খুজদার (উর্দু এবং বেলুচি: خُضدار ) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি জেলা। জেলাটির রাজধানী শহরের নাম হচ্ছে খুজদার নামক শহর।

খুজদার জেলা
Khuzdar District
জেলা
মানচিত্রে খুজদার জেলাকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
মানচিত্রে খুজদার জেলাকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশবেলুচিস্তান
প্রতিষ্ঠাকাল১৯৭৪
রাজধানীকালাত বিভাগ
আয়তন[১]
 • মোট৩৫,৩৮০ বর্গকিমি (১৩,৬৬০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[২]
 • মোট৮,০২,২০৭
 • জনঘনত্ব২৩/বর্গকিমি (৫৯/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা

১৯৭৪ সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত এটি কালাত জেলার একটি অন্যতম অংশ হিসেবে পরিচালিত হত। এরপর ১৯৯২ সালের নভেম্বর খুজদার ভূখণ্ডের অংশটি আওয়ারানের নতুন জেলা গঠন করা হয়।[৩]

প্রশাসন সম্পাদনা

প্রশাসনিকভাবে জেলাটিতে ৫টি তহসিলে বিভক্ত করে গঠতি হয়েছে; যার মধ্যে ৩৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে: নিম্নে বিস্তারিত তুলে ধরা হলঃ[৪]

প্রতিটি তহসিলের ইউনিয়ন পরিষদ নাম নিম্নে দেওয়া হল:

  • খুজদার – বাঘবানা, বালীনা খট্টান, ফয়জাবাদ, ফিরোজাবাদ, গাজী, খন্দ, পারকো, সসোল, তুতাক, জীদী, জেরিনা খট্টান
  • মুলা – আবাদ কারোখ, মুলা, সান চাকু, খারজান
  • নাল – দুরনাইলি, গোনি গ্রেশা, হাজার গঞ্জী, কিলি আলম খান, কোচো, নাল, অরনাচ, সর রায়জ
  • ওয়াধ – অরেঞ্জী, বাদারি, লুপ, পেসি কাপ্পার, সরুনা, শাহ নূরানী, ওয়াধ, ওয়াহীর
  • জেহরি– Chashma, Ghat, Noorgama Zehri

তথ্যসূত্র সম্পাদনা

  1. 1998 Census report, পৃ. 1।
  2. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯ 
  3. 1998 Census report, পৃ. 1, 8।
  4. "Tehsils & Unions in the District of Khuzdar - Government of Pakistan"। ২৮ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯ 
  1. Source: (Local Government, Balochistan, 2005)

গ্রন্থবিবরণী সম্পাদনা

  • 1981 District census report of Khuzdar। Census publication। 12। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৮৩। 
  • 1998 District census report of Khuzdar। Census publication। 108। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। 

বহিঃসংযোগ সম্পাদনা