খান মোহাম্মদ মঈনউদ্দীন
একুশে পদক প্রাপ্ত ব্যক্তি
খান মোহাম্মদ মঈনউদ্দীন (৩০ অক্টোবর ১৯০১ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮১) একজন বাংলাদেশী কবি ও সাহিত্যিক।[১] তিনি ৫০ ও ৬০-এর দশকে শিশুতোষ সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেন। তার লেখা "কাঁনা বগির ছা" কবিতাটি বাংলাদেশের শিশুদের নিকট অত্যন্ত জনপ্রিয় এবং "যুগশ্রেষ্ঠ নজরুল" নামক জীবনীটির জন্য তিনি বহুলভাবে সমাদৃত।[১]
খান মোহাম্মদ মঈনউদ্দীন | |
---|---|
জন্ম | ৩০ অক্টোবর, ১৯০১ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি, ১৯৮১ |
পেশা | সাহিত্য কবি ও পত্রিকা সম্পাদনা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী ।![]() |
সময়কাল | ১৯২০ - ১৯৮১ |
উল্লেখযোগ্য রচনাবলি | জীবনী: যুগস্রষ্টা নজরুল , শিশু সাহিত্য:বাবা আদম, ছড়া:কানা বগির ছা |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার একুশে পদক |
কর্মজীবনসম্পাদনা
তিনি কোলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করতেন।
সাহিত্য কর্মসম্পাদনা
শিশু সাহিত্যসম্পাদনা
- মুসলিম বিরাঙ্গনা (১৯৩৬)
- আমাদের নবী (১৯৪১)
- ডাক্তার সঞিকের মটর বোট (১৯৪৯)
- খোলাফা-এ-রাশেদীন (১৯৫৭)
- বাবা আদম (১৯৫৮)
- স্বপ্ন দেখি (১৯৫৯)
- লাল মোরগ (১৯৬১)
- শাপলা ফুল (১৯৬২)
কাব্যগ্রন্থসম্পাদনা
- পালের নাও (১৯৫৬)
- হে মানুষ (১৯৫৮)
- আর্তনাদ (১৯৫৮)
উপন্যাসসম্পাদনা
- অনাথিনী (১৯২৬) - সহচর পত্রিকায় ধারাবাহিক হিসেবে প্রকাশিত
- নয়া সড়ক (১৯৬৭)
ছোট গল্পসম্পাদনা
- ঝুমকোলতা (১৯৫৬)
জীবনীসম্পাদনা
- যুগশ্রেষ্ঠ নজরুল (১৯৫৬)
পুরস্কার ও সম্মননাসম্পাদনা
মঈনউদ্দীন ১৯৬০ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। যুগশ্রেষ্ঠ নজরুল বইটির জন্য তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালে তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
বহিঃসংযোগসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ Sambaru Chandra Mohanta। "Moinuddin, Khan Mohammad"। Banglapedia। সংগ্রহের তারিখ জুন ১, ২০১৫।