খানম সুলতান বেগম
খানম সুলতান বেগম (ফার্সি: خانم سلطان بیگم; ২১ নভেম্বর, ১৫৬৯– ১৬০৩) একজন মোগল রাজকন্যা এবং সম্রাট আকবরের বড় মেয়ে। তিনি সম্রাট জাহাঙ্গীরের বৈমাত্রেয় ছোট বোন। আকবরনামায় তার নাম হিসেবে বলা হয়েছে খানম, খানিম সুলতান ও শাহজাদা খানম হিসেবে। তিনি সবচেয়ে পরিচিত ছিলেন শাহজাদা খানম নামে।[১]
খানম সুলতান বেগম | |
---|---|
জন্ম | ২১ নভেম্বর, ১৫৬৯ ফতেহপুর সিক্রি, আগ্রা, ভারত |
মৃত্যু | আনু. ১৬০৩ (বয়স ৩৩–৩৪) |
দাম্পত্য সঙ্গী | মির্জা মোজাফফর হোসেন |
রাজবংশ | তৈমুরি রাজবংশ |
পিতা | আকবর |
মাতা | বিবি সালিমা |
ধর্ম | ইসলাম |
জন্ম
সম্পাদনাখানম সুলতান বেগম তার বড় ভাই রাজকুমার সেলিম (সম্রাট জাহাঙ্গীর) এর জন্মের তিন মাস পর ১৫৬৯ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তাদের মা ছিলেন আলাদা।[১][২] জাহাঙ্গীরনামা অনুসারে তার মা বিবি সালিমা ছিলেন সম্রাটের রাজকীয় উপপত্নী। আকবরের একজন স্ত্রী ছিলেন সালিমা সুলতান বেগম নামে।[৩]
সম্রাট আকবর তার মেয়ের দায়িত্ব অর্পণ করেন হামিদ বানু বেগমকে,[৪] যিনি তাকে লালন পালন করেছিলেন। খানম সুলতান সম্পর্কে জাহাঙ্গীরের মন্তব্য উল্লেখ করার মত। তিনি বলতেন, "আমার সকল বোনদের মধ্যে, সততা, সত্য ও আমার কল্যাণ কামনায়, সে ছিলো অগ্রগামী। কিন্তু তার অধিকাংশ সময় ব্যয় হতো প্রধানত সৃষ্টিকর্তার উপাসনা করে।"[২]
বিবাহ
সম্পাদনা১৫৯৪ সালের সেপ্টেম্বর মাসে ২৫ বছর বয়সে খানম সুলতান বেগম বিয়ে করেন দুরসম্পর্কীয় চাচাতো ভাই মির্জা মুজাফফর হোসেনকে।[২] তিনি ছিলেন মির্জা ইব্রাহীম হোসেনের পুত্র। মির্জা ইব্রাহীম হোসেন ছিলেন মায়ের দিক থেকে হেরাতের সর্বশেষ তৈমুরি শাসক সুলতান হোসেন বেকারার বংশধর।[৫] মুজাফফর একবার গুজরাটের গভর্নর ছিলেন।[৬] তার বোন নূর-উন-নিসা বেগম পরে খানম সুলতানের বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীরকে বিয়ে করেন। ১৬০৯ সালে খানমর সুলতানের সৎ মেয়ে কান্দাহারি বেগম তার ভাতিজা রাজকুমার খুররমকে (ভবিষ্যৎ সম্রাট শাহজাহান ) বিয়ে করেছিলেন এবং তার প্রথম স্ত্রী হয়েছিলেন।[৬]
মৃত্যু
সম্পাদনাখানম সুলতান বেগম ১৬০৩ সালে মারা যান। তাকে তার বাবার সমাধির পাশে দাফন করা হয় আগ্রার সিকান্দ্রাতে।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Rap;son, Edward James; Burn, Sir Richard। The Cambridge History of India (ইংরেজি ভাষায়)। CUP Archive। পৃষ্ঠা 102।
- ↑ ক খ গ Sarker, Kobita (২০০৭)। Shah Jahan and his paradise on earth : the story of Shah Jahan's creations in Agra and Shahjahanabad in the golden days of the Mughals (1. publ. সংস্করণ)। K.P. Bagchi & Co.। পৃষ্ঠা 43। আইএসবিএন 9788170743002।
- ↑ Lal, K.S. (১৯৮৮)। The Mughal harem। Aditya Prakashan। পৃষ্ঠা 30। আইএসবিএন 9788185179032।
- ↑ Hindustan), Jahangir (Emperor of (১৯৬৮)। The Tūzuk-i-Jahāngīrī: or, Memoirs of Jāhāngīr (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal। পৃষ্ঠা 34।
- ↑ Sir H.M. Elliot, Professor John Dowson, The History of India as told by own Historians: The Muhammadan Period Vol. VI (1875), p. 122-123
- ↑ ক খ Findly, Ellison Banks (১৯৯৩)। Nur Jahan, empress of Mughal India। Oxford University Press। পৃষ্ঠা 91, 308। আইএসবিএন 9780195360608।
- ↑ Bhopal), Shāh Jahān̲ Begam (Nawab of (১৮৭৬)। The Táj-ul Ikbál Tárikh Bhopal, Or, The History of Bhopal (ইংরেজি ভাষায়)। Thacker, Spink। পৃষ্ঠা 90।