খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়

খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়ায় অবস্থিত একটি সাধারণ ডিগ্রি মহাবিদ্যালয়। এখানে কলা ও বাণিজ্য এবং বিজ্ঞানে স্নাতক কোর্স করার সুবিধা রয়েছে। এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়
নীতিবাক্য
Tejasvi Nāvadhītamastu
তেজস্বী নবধিতমৎসু
বাংলায় নীতিবাক্য
আমাদের জ্ঞান উজ্জ্বল হয়ে উঠুক
ধরনUndergraduate college Public college
স্থাপিত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
অধিভুক্তিবাঁকুড়া বিশ্ববিদ্যালয়
অবস্থান, ,
৭২২১৪০
,
২৩°০০′০৮″ উত্তর ৮৬°৫১′২১″ পূর্ব / ২৩.০০২১১০৬° উত্তর ৮৬.৮৫৫৭২৯৬° পূর্ব / 23.0021106; 86.8557296
শিক্ষাঙ্গনগ্রামীণ
ওয়েবসাইটখাতড়া আদিবাসী মহাবিদ্যালয়
মানচিত্র
মহাবিদ্যালয়ের অঙ্গন

ইতিহাস সম্পাদনা

এই মহাবিদ্যালয়টি ১৯৭৯ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

বিভাগ সম্পাদনা

কলা, বাণিজ্য এবং বিজ্ঞান সম্পাদনা

  1. বাংলা (সম্মান ও পাস)
  2. ইংরেজি (সম্মান ও পাস)
  3. সংস্কৃত (সম্মান ও পাস)
  4. সাঁওতালি (সম্মান ও পাস)
  5. ইতিহাস (সম্মান ও পাস)
  6. বাণিজ্য (অ্যাকাউন্টেন্সি অনার্স) এবং পাস
  7. বিজ্ঞান (গণিত অনার্স ও পাস)
  8. রসায়ন ও পদার্থবিদ্যা অনার্স
  9. শারীরিক শিক্ষা (পাস)
  10. দর্শন (সম্মান)
  11. সঙ্গীত (পাস)
  12. ভূগোল (পাস)

স্বীকৃতি সম্পাদনা

খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ (NAAC) কর্তৃক স্বীকৃত এবং সি+ গ্রেডে ভূষিত হয়েছে।[১] মহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।[২] এখানে তিনটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। এটির একটি শক্তিশালী এনসিসি গ্রুপ এবং তিনটি শক্তিশালী এনএসএস ইউনিট রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (পিডিএফ)National Assessment and Accreditation Council। ১২ মে ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Colleges in WestBengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা