খাজা মুহাম্মাদ আফজাল

বাংলাদেশী কবি

খাজা মুহাম্মদ আফজাল অবিভক্ত ভারতের পূর্ববাংলার উর্দু ভাষাভাষী কবি ছিলেন।

খাজা মুহাম্মাদ আফজাল
জন্ম১৮৭৫
মৃত্যু১৯৪০ (বয়স -৩৬–-৩৫)
ঢাকা বেঙ্গল প্রেসিডেন্সি
পেশাকবি
পিতা-মাতা

প্রথম জীবন সম্পাদনা

১৮৭৫ সালে আফজাল ঢাকা নবাব পরিবারে জন্মগ্রহণ করেন।[১] খাজা ইউসুফজান তার পিতা ছিলেন। তিনি ইংরেজিফারসি ভাষায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। তিনি তৎকালীন ঢাকা ভিত্তিক কবি সৈয়দ মাহমুদ আজাদের অধীনে কবিতা চর্চা করেন।[২]

পেশা সম্পাদনা

আফজাল উর্দু ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। তিনি কলম নাম হিসেবে আফজাল ব্যবহার করতেন। তিনি একটি দিওয়ান লিখেছেন, যা একটি ইসলামী ঐতিহ্যবাহী কবিতা এবং উর্দুতে বেশ কয়েকটি গজল এর সংকলন। তিনি একটি ইতিহাস বইয়ের তিনটি খণ্ড প্রকাশ করতে আবজাদ লিখন পদ্ধতি ব্যবহার করেছিলেন। খাজা আহসানুল্লাহর মৃত্যুর পর তিনি আবজাদ লিখন পদ্ধতিতে গাম-ই-ম-পিকার প্রকাশ করেছিলেন। ১৮৯৫ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত তিনি নিয়মিত ডায়েরি লিখতেন যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে সংরক্ষিত রয়েছে।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Division, Bangladesh Ministry of Cabinet Affairs Establishment (১৯৬৯)। Bangladesh District Gazetteers: Dacca (ইংরেজি ভাষায়)। Bangladesh Government Press। পৃষ্ঠা ৩৪৭। 
  2. আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ (২০১২)। "আফজাল, খাজা মুহাম্মদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Haider, Azimusshan (১৯৬৬)। A City and Its Civic Body: a Description of Facts and Events Spotlighting Certain Aspects of Life in and Around Dacca During the Last Hundred Years, and an Account of the Evolution of Dacca Municipality (ইংরেজি ভাষায়)। Dacca Municipality। পৃষ্ঠা ২৩।