খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ

বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ চৌহালি উপজেলায় সিরাজগঞ্জ জেলার বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটি এনায়েতপুর হাসপাতাল নামেও পরিচিত।[২]

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
ধরনবেসরকারি মেডিকেল কলেজ
অধ্যক্ষপ্রফেসর আব্দুল গাফ্ফার [১]
ঠিকানা, ,
শিক্ষাঙ্গনউপশহর
সংক্ষিপ্ত নামKYAMCH
ওয়েবসাইটkyamch.org
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

মহান শাহ্ সূফী হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর স্মরণে খাজা ইউনুস আলী (রহঃ) মেয়েরর জামাই এম আমজাদ হোসেন এর উদ্দেগে ১৯৯৫ সালের ১৬ই নভেম্বর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। [৩] এবং ২০০৪ সালের ১৭ই মে বহির্বিভাগ গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথম কার্যক্রম শুরু হয় এবং ২০০৫ সালের ১৭ই মে অন্তঃবিভাগ চালু হয় পরবর্তীতে একই বছরের নভেম্বর মাসে কার্ডিও থোরাসিক বিভাগ চালু করা হয়।[৪]

বিভাগ সমূহ সম্পাদনা

  • মেডিসিন
  • সার্জারী
  • স্ত্রী ও প্রসূতি বিদ্যা
  • শিশু ও নবজাতক
  • চর্ম ও যৌন
  • কার্ডিওলজী
  • নেফ্রোলজী
  • গ্যাস্ট্রো-এন্ট্রোলজী
  • নিউরোলজী
  • ইউরোলজী
  • ক্যান্সার সেন্টার

- মেডিকেল অনকোলজী - রেডিয়েশন অনকোলজী - সার্জিকেল অনকোলজী

- প্যালিয়েটিভ এন্ড টারমিনাল - কেয়ার মেডিসিন

  • চক্ষু
  • নাক-কান-গলা
  • অর্থপেডিকস্
  • দন্ত
  • রিউমেটোলজী
  • রেসপিরেটরী মেডিসিন
  • কার্ডিওথোরাসিক সার্জারী
  • ডায়ালাইসিস
  • আই. সি. ইউ
  • ইমার্জেন্সী
  • সি. সি. ইউ
  • প্যাথলজী
  • এন. আই. সি. ইউ
  • এনেস্থেসিওলজী
  • ফিজিওথেরাপী[৫]

উদ্দেশ্য সম্পাদনা

  • মহান সূফী হযরত খাজা ইউনুস আলী স্মরণে গ্রাম, পৌরসভা এবং প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষদের স্বাস্থ্যেসবা প্রদান করা ;
  • স্বাস্থ্যসবা এবং পরিছন্নতা বিষয়ে সমগ্র জন সাধারনকে সচেতন করা;
  • দূষনমুক্ত পরিবেশে স্বাস্থ্য শিক্ষার জন্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা;
  • ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন শিক্ষা কার্যক্রমের সুবিধা প্রসার করা।

অন্যান্য সুবিধা সমূহ সম্পাদনা

  • নার্সিং ইনস্টিটিউট
  • পাবলিক স্কুল
  • ব্যাংকিং সুবিধা
  • ডিপার্টমেন্টাল স্টোর
  • রোগীর আত্মীয়-স্বজনদের জন্য গেষ্ট হাউস
  • নিজস্ব পানীয় ও বিদ্যুৎ ব্যবস্থা
  • বর্জ্য পদার্থ ধ্বংস করার জন্য ইনসিনেরটর

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা"দৈনিক সংগ্রাম। ১৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. "বাংলাদেশ জাতীয় তথ্য বায়ন"। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  3. "মানবতার কল্যাণে এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  4. "শেখার জন্য, সেবার জন্য"দৈনিক প্রথম আলো। ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  5. "বিভিন্ন পদে জনবল নেবে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা