খসড়া:সৈয়দ নুরুল ইসলাম

উপ-মহাপরিদর্শক
সৈয়দ নুরুল ইসলাম
ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1971-03-01) ১ মার্চ ১৯৭১ (বয়স ৫৪)
চাঁপাইনবাবগঞ্জ জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কার বিপিএম (বার)
পিপিএম
সামরিক পরিষেবা
শাখা বাংলাদেশ পুলিশ
পদ ডিআইজি

সৈয়দ নুরুল ইসলাম বাংলাদেশ পুলিশের একজন সাবেক উপ-মহাপরিদর্শক এবং ঢাকা রেঞ্জের দায়িত্বে ছিলেন।[] তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানার সাবেক উপ-কমিশনার।[] তিনি রমনা থানার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন।[]

তিনি ময়মনসিংহ, কুমিল্লানারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার।[][][]

প্রান্তিক জীবন

সম্পাদনা

সৈয়দা নুরুল ইসলামের জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের এফ এফ রহমান হল শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন

কর্মজীবন

সম্পাদনা

২০১০ সালের জানুয়ারিতে, আসাদ গেটের কাছে ঢাকায় বাস থেকে যাত্রীদের চিৎকার শুনে ইসলাম তার দেহরক্ষী এবং চালকের সাথে একটি বাস ডাকাতি বন্ধ করে। ২০১১ সালে, তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি এপ্রিল ২০১২ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।

২০১২ সালের ডিসেম্বরে, ইসলাম ভোলার জেলা জজ জাবেদ ইমামকে ফেনসিডিল, একটি অবৈধ কাশির সিরাপ সহ গ্রেফতার করে। জাবেদ ইমামকে মিডিয়ার সামনে হাজির করার জন্য ঢাকার জজ আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম ইসলাম ও অপর চার পুলিশ কর্মকর্তাকে তলব করেন। বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ফরিদ আহমেদ ইসলামকে প্রত্যাহারের আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের তৎকালীন উপ-কমিশনার ইসলাম সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থীরা যানবাহন ভাংচুর করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।

২০১৩ সালের জানুয়ারিতে ইসলামকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার নিযুক্ত করা হয়। জুন 2013 সালে, বাংলাদেশ হাইকোর্ট ইসলামকে জিজ্ঞাসা করে কেন তানভীর মোহাম্মদ টকি হত্যা মামলাটি নারায়ণগঞ্জ পুলিশ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে স্থানান্তর করা হবে না। এপ্রিল 2014 সালে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের পর ইসলামকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয় এবং তার ভূমিকার জন্য সমালোচিত হয়। শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে একটি তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলকে একটি হত্যা মামলায় রক্ষা করেছিলেন এবং মামলার তদন্ত কর্মকর্তাকে বদলি করেছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইসলামকে ২০১৬ সালের জানুয়ারি মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অপারেশন) মইনুল হকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। [ ২১ ] তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী বিকাশ চন্দ্র দাসকে লাঞ্ছিত করেছে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আরশাদুল ইসলাম আকাশ। [ 21 ] জুলাই 2016 সালে, তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার নিযুক্ত হন। [ 22 ]

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ইসলাম, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে ক্ষমা চেয়েছিলেন। [ ২৩ ] যুদ্ধাপরাধের পলাতক আসামি ওয়াজউদ্দিনের মৃত্যু হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানাতে ব্যর্থতার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছিল। একটি মরণোত্তর দোষী সাব্যস্ত করা. [ 23 ] ইসলাম ধর্মাবলম্বী ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর মাস খানেকের রায় ঘোষণা করা সত্ত্বেও এটি হয়েছিল। [ 23 ]

কর্মজীবন

সম্পাদনা

ইসলামের ভাই সৈয়দ নজরুল ইসলাম ২০২৩ সালের জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এবং উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। [ ২৮ ] [২৯] তার আরেক ভাই সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জের মেয়র। [ ২৮ ] তিনি চাপানবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের মধ্যে একটি উপদল গড়ে তোলেন যা এসপি (পুলিশ সুপার) লীগ নামে পরিচিত। [ ৩০ ] মুহাম্মদ নুরুল হুদা, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, রাজনীতিতে জড়িত হয়ে সরকারি চাকরির নিয়ম লঙ্ঘনের জন্য ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। [ ৩০ ]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Golam Faruq made new DMP Commissioner"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  2. "Hardly any Hefajat hand in mayhem!"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  3. Rahman, Mukhlesur (২০১০-০৭-১০)। "Tahrir tried to create another mutiny"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  4. Islam, Aminul (২০১৭-০২-০৭)। "Poetry Festival dedicated to Syed Shamsul Haq"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০Prominent members present at the inaugural session included Deputy Commissioner of Mymensingh Md Khalilur Rahman, Mymensingh Police Superintendent Syed Nurul Islam, Bangladesh Abritti Samonnoy Parishad's (BASP) presidium member Isteqbal Hossain and advocate Moazzem Hossain. 
  5. "Recovered from Covid-19, 27 Cumilla policemen on the way to donate plasma in Dhaka"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  6. "Syed Nurul Islam made new Dhaka range DIG"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 

বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি বিষয়শ্রেণী:বাংলাদেশী পুলিশ কর্মকর্তা বিষয়শ্রেণী:চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যক্তি বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিষয়শ্রেণী:১৯৭১-এ জন্ম