খয়রাগড় রাজ্য
খয়রাগড় রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১] বর্তমান ছত্তিশগড় রাজ্যের রাজনন্দগাঁও জেলায় অবস্থিত খয়রাগড় শহরটি ছিল এই রাজ্যের রাজধানী, রাজনিবাস ও প্রশাসনিক সদর দপ্তর। [২]
খয়রাগড় রাজ্য खैरागढ़ | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
১৮৩৩–১৯৪৮ | |||||||
পতাকা | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত খয়রাগড় রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৯৩১ | ১,০৩৩ বর্গকিলোমিটার (৩৯৯ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৩১ | ১,৫৭,৪০০ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৮৩৩ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | রাজনন্দগাঁও জেলা, ছত্তিশগড় |
ইতিহাস
সম্পাদনাখয়রাগড় মূলত ছিল একটি জায়গীর, ১৮৯৮ দে ব্রিটিশদের দ্বারা একটি দেশীয় রাজ্যের মর্যাদাপ্রাপ্ত হয় এবং এর সাথে তারা রাজা উপাধি গ্রহণ করেন। রাজ্যটির শাসকরা ছিলেন নাগবংশীয় রাজপুত পরিবারের বংশধর। এদের অধিকাংশ অঞ্চল সমতলভূমি হওয়ায় চাষবাসে যথেষ্ট উন্নত ছিল।[৩] খয়রাগড়ের বর্তমান শাসকরা নিজেদের প্রাচীন গড় মণ্ডলা রাজপরিবারের উত্তরসূরী বলে দাবি করেন।
শাসকবর্গ
সম্পাদনাখয়রাগড় দেশীয় রাজ্যের শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন। [৪]
- ১৮৩৩ - ১৮৭৪ : লাল ফতে সিং
- ১৮৭৪ - ১৮৯১ : লাল উমরাও সিং
- ১৮৯১ - ১৮৯৮ : কমল নারায়ণ সিং
- ১৮৯৮ - ১৯০৮ : রাজা কমল নারায়ণ সিং (রাজা উপাধি গ্রহণ)
- ১৯০৮ - ১৯১৮ : রাজা লাল বাহাদুর সিং
- ১৯১৮ - ১৫ আগস্ট ১৯৪৭ : রাজাবাহাদুর বীরেন্দ্র বাহাদুর সিং (চারবছর বয়সে সিংহাসনে আরোহণ)
নামমাত্র রাজা
সম্পাদনা- রাজা শ্রীবরীন্দ্র বাহাদুর সিং : তিনি গুজরাটের নয়ানগর রাজ্যের রাজকুমারী রেশমী দেবীকে বিবাহ করেন৷
- রাজা শ্রীদেবব্রত সিং
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Khairagarh"। ব্রিটিশ বিশ্বকোষ। 15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 769।
- ↑ Princely States of India
- ↑ Dr.Sanjay Alung, Chhattisgarh ki Riyaste/Princely states aur Jamindariyaa, Vaibhav Prakashan, Raipur1, আইএসবিএন ৮১-৮৯২৪৪-৯৬-৫
- ↑ http://www.indianrajputs.com/view/khairagarh