খনি (ভূগর্ভস্থ শিশুশ্রম নিষিদ্ধকরণ) আইন ১৯০০

খনি (ভূগর্ভস্থ শিশুশ্রম নিষিদ্ধকরণ) আইন ১৯০০ ছিল যুক্তরাজ্যের সংসদ প্রণিত একটি আইন। এই আইন ১৩ বছর বা তার নিচের ছেলেদের কাজ করতে অথবা (কাজের উদ্দেশ্যে) খনিতে থাকাকে নিষিদ্ধ করেছে।[]

খনি (মাটির নিচে শিশুশ্রম নিষিদ্ধকরণ) আইন ১৯০০
দীর্ঘ শিরোনামমাটির নিচের খনিতে শিশুশ্রম রোধের আইন
উদ্ধৃতি৬৩ ও ৬৪ ভিক্ট. সি. ২১
তারিখ
রাজকীয় সম্মতি৩০শে জুলাই ১৯০০
অন্যান্য আইন
দ্বারা প্রত্যাহারখনি ও প্রস্তরখনি আইন ১৯৫৪
অবস্থা: প্রত্যাহারকৃত

এই আইনের ফলে প্রায় ৩০০০ ছেলেরা প্রভাবিত হয় বলে ধারণা করা হয়,[] যা ৩০শে জুলাই, ১৯০০ সালে পাশ হয়।[]

নারী, তরুণ ব্যক্তি এবং শিশু নিয়োগ আইন ১৯২০ এর কঠিন ব্যবস্থা নেওয়ার ফলে এই আইনটি আর প্রয়োজন না হওয়ায় একে সম্পূর্ণরূপে খনি ও প্রস্তরখনি আইন ১৫৪ (অ. ৭০) এ বাতিল করা হয়।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Pipkin, Charles W. (২০০৫)। Reprint, সম্পাদক। Social Politics and Modern Democracies, Volume 2। Whitefish: Kessinger Publishing। পৃষ্ঠা 67। আইএসবিএন 1-4191-1091-8। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২ 
  2. Bedwell, C. E. A.; The Earl of Roseberry; MacDonell, Sir John (১৯০৯)। The Legislation of the Empire (Vol. 1)। London: Butterworth & Co.। পৃষ্ঠা 63। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২ 
  3. "Mines and Quarries Act 1954"legislation.gov.uk। The National Archives। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২ 
  4. "Employment of Women, Young Persons, and Children Act 1920"legislation.gov.uk। National Archives। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৫1(1): No child shall be employed in any industrial undertaking.