ক (দেবনাগরী)

দেবনাগরী লিপির প্রথম ব্যঞ্জনবর্ণ

() (कवर्ण কবর্ণ) দেবনাগরী ক ব্যঞ্জন বর্ণমালার প্রথম অক্ষর। ক অক্ষরের উৎস ব্রাহ্মী অক্ষর 𑀓 (ka), যা গুপ্ত লিপির অক্ষর হিসেবে কিছুটা পরিবর্তিত হয়ে দেবনাগরী হিন্দি: ’র রূপ নিয়েছে। এর থেকে উদ্ভূত হওয়া অক্ষর গুজরাটী অক্ষর হল এবং মোদী অক্ষর 𑘎।

ব্যবহার সম্পাদনা

দেবনাগরী ক’কে [kə] এবং কোনো কোনো ক্ষেত্রে [k] উচ্চারণ করা হয়। নিচের উদাহরণে ‘‘क’’র অন্তর্নিহিত স্বরধ্বনিও উচ্চারণ করা হয়:

নিচের উদাহরণে ‘‘क’’র অন্তর্নিহিত স্বরধ্বনিও উচ্চারণ করা হয় না:

 
क’র সাথে স্বরচিহ্ন

ফার্সি এবং আরবী ভাষা থেকে নেয়া কোনো কোনো শব্দের প্রকৃত উচ্চারণের অধিক চাপ বোঝানোর জন্য দেবনাগরী ক’র সাথে নুক্তা(বিন্দু) প্রয়োগ করা হয়।

क’র যুক্তাক্ষর সম্পাদনা

  • क + त(t̪) এ অস্বাভাবিক রূপের সাথে kt̪ প্রদান করে

 

  • क + ष(ʂ) এ অস্বাভাবিক রূপের সাথে kʂ প্রদান করে

 

  • ङ(ŋ) + क এ ŋk দিয়ে যুক্ত ङ क’র ওপরে থাকে

 

  • क + ख(kʰ) এ kkʰ দিয়ে যুক্ত দেবনাগরী ক দেবনাগরী খ’র ওপরে থাকে
  • क + ल(l̪) এ kl̪ দিয়ে যুক্ত क ल’র ওপরে থাকে
  • क + व(ʋ) এ kʋ দিয়ে যুক্ত क व’র ওপরে থাকে
  • क + न(n̪) এ kn̪ দিয়ে যুক্ত न বিপরীত দিকে করে क’র নিচে দেয়া হয়।

আর্যভট্টের ব্যবহার সম্পাদনা

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। क’র বিভিন্ন রূপের মূল্যসমূহ নিচে দেয়া হল--

  • [kə] = ১ (१)
  • कि [ki] = ১০০ (१००)
  • कु [ku] = ১০,০০০ (१० ०००)
  • कृ [kṛ] = ১,০০০,০০০ (१० ०० ०००)
  • कॢ [kḷ] = ১০×১০ (१०)
  • के [keː] = ১০×১০১০ (१०१०)
  • कै [kəi] = ১০×১০১২ (१०१२)
  • को [koː] = ১০×১০১৪ (१०१४)
  • कौ [kəu] = ১০×১০১৬ (१०१६)

তবলায় সম্পাদনা

क (ক), कि (কি), क (কে) তবলার বাম হাতে বাজানো একটি বোল।

কম্পিউটিং কোড সম্পাদনা

স্বতন্ত্র সম্পাদনা

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী অক্ষর क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2325 U+0915
ইউটিএফ-৮ 224 164 149 E0 A4 95
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র क क

নির্ভরশীল সম্পাদনা

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2381 U+094D
ইউটিএফ-৮ 224 165 141 E0 A5 8D
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ् ्

ঊর্ধ্বলিপি সম্পাদনা

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 43244 U+A8EC
ইউটিএফ-৮ 234 163 172 EA A3 AC
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ꣬ ꣬

তথ্যসূত্র সম্পাদনা