ক: য়াদ (ইংরাজী নাম: Ko: Yad -A Silent Way) হচ্ছে মঞ্জু বরা পরিচালিত মিসিং ভাষাতে নির্মিত ২০১৪ সালের একটি অসমীয়া চলচ্চিত্র। বিহু সংখ্যার সাদিনে প্রকাশিত অনিল পাঙ্গিং দ্বারা রচিত বহু পঠিত এবং উচ্চ প্রশংসিত ক: য়াদ নামের উপন্যাসটির আধারে এই ছবিটি নির্মিত হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মঞ্জু বরা এই উপন্যাসটির কাহিনী নিয়ে একি নামে মিসিং ভাষাতে ছবিটি নির্মান করেন। []

ক: য়াদ
Ko: Yad -A Silent Way
পরিচালকমঞ্জু বরা
প্রযোজকমঞ্জু বরা
রচয়িতাঅনিল পাঙ্গিং []
চিত্রনাট্যকারমঞ্জু বরা
কাহিনিকারঅনিল পাঙ্গিং []
সুরকারLsaac Thomas Kottukapally
চিত্রগ্রাহকSudhir Palsane [] []
সম্পাদকএ শ্রীকর প্রসাদ []
মুক্তি২০১৪
দেশভারত ভারত
ভাষামিসিং

পটভূমি

সম্পাদনা

ক: য়াদ ছবিটির কাহিনীভাগে পৌকাম নামের চরিত্রটির জীবনে বহু বঞ্চনার সম্মুখীন হওয়ার পরে তাঁর জীবনের নিরাশা বর্ণিত হয়েছে। বয়স বেড়ে যাওয়ায় পৌকামের বাবা তাঁকে দিয়ে যাওয়া নৌকাটিকে ব্রহ্মপুত্র নদীর বুক থেকে খরি বুটলে জীবন নির্বাহ ব্যবস্থা করেন। ছবিটিতে পৌকামের ছেলেবৈলার দিন থেকে আরম্ভ করে বিবাহ, সন্তানের জন্ম এবং তারপরে বৃদ্ধাবস্থা পর্যন্ত তাঁর জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। নিজের পরিবারের জন্য হাঁড় ভাঙা পরিশ্রম করা পৌকামকে অবশ্য জীবনে তাঁর বন্ধুবর্গ, ঋণদাতা এবং নিজের সন্তানের থেকেই প্রবঞ্চনার মুখোমুখি হতে হয়। এমনকি শেষে নদীটিও তাঁকে বঞ্চনা করে।[] []

অভিনয় শিল্পী

সম্পাদনা

সেওয়ান সিং য়েইন, তরুলতা কুটুম, বিদুর মিলি, দিগন্ত পাঙ্গিং এবং অন্যান্য শিল্পী।

চিত্রগ্রহণ

সম্পাদনা

ক: য়াদের ২৫ দিনজোড়া চিত্রগ্রহণ ৪ জুলাই থেকে আরম্ভ হয়েছিল। ছবিটির প্রারম্ভিক চিত্রগ্রহণ দিচাংমুখ-এর এক মনোরম স্থানে হয়েছিল। ছবিটির সহকারী পরিচালকরূপে আছেন: লোহিত দত্ত, ফুল ডাউকা, ঘনশ্যাম কলিতা, রূপম চেতিয়া এবং দিবাকর পেগু। ছবিটির সম্পাদনা করেছিলেন এ শ্রীকর প্রসাদ। সঙ্গীত পরিচালনা করেডন থমাস কটুকাপল্লী। AAAS প্রডাকশনের ব্যানারে ছবিটি ৩৫ মিলিমিটার সিনেমাস্কোপে ড'লবি ডিজিটাল সাউন্ড প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। [] ছবিটির সাজ সজ্জার দায়িত্বে ছিলেন জীবন ডাউকা। []

সাফল্য

সম্পাদনা

ক: য়াদ চলচ্চিত্রটি সমালোচকদের উচ্চ প্রশংসা লাভ করেছিল। [] বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভারতীয় ছবি (চিত্রভারতী) বিভাগের বিচারক এস কে ভগবান বলেছিলেন যে, মঞ্জু বরার ছবি ক: য়াদ আসামের একটি ছোট গাঁওয়ের মিসিং মানুষের কাহিনী অতি সূক্ষ্মভাবে বর্ণিত পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে প্রকাশ করেছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চেন্টিনেল কাকতত ক: য়াদ"। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪ 
  2. "আসাম প'র্টেলত ক: য়াদ"। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪ 
  3. "অনলাইন শিবসাগরত ক: য়াদ"। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪ 
  4. "কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটত ক: য়াদ"। ২২ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪ 
  5. "মঞ্জু বরার অফিছিয়েল ওয়েবসাইট"। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪ 
  6. "ক: য়াদর প্রশংসা"। ১৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১০, ২০১৪