ক্ষীরগ্রাম

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

ক্ষীরগ্রাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া উপজেলার মঙ্গলকোট সমষ্টি উন্নয়ন ব্লক এর একটি গ্রাম।

ক্ষীরগ্রাম
গ্রাম
ক্ষীরগ্রাম পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ক্ষীরগ্রাম
ক্ষীরগ্রাম
ক্ষীরগ্রাম ভারত-এ অবস্থিত
ক্ষীরগ্রাম
ক্ষীরগ্রাম
ভারতের পশ্চিমবঙ্গে গ্রামটির অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩০′৫১″ উত্তর ৮৮°০১′৩৮″ পূর্ব / ২৩.৫১৪১° উত্তর ৮৮.০২৭৩° পূর্ব / 23.5141; 88.0273
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব বর্ধমান জেলা
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৪৭৪
ভাষা
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লিউবি
লোকসভাবোলপুর
বিধানসভামঙ্গলকোট

ভূগোল সম্পাদনা

অবস্থান সম্পাদনা

ক্ষীরগ্রাম ২৩°৩০′৫১″ উত্তর ৮৮°০১′৩৮″ পূর্ব / ২৩.৫১৪১° উত্তর ৮৮.০২৭৩° পূর্ব / 23.5141; 88.0273 স্থানাঙ্কে অবস্থিত।

নগরায়ন সম্পাদনা

কাটোয়া মহকুমার ৮৮.৪৪% মানুষ গ্রামাঞ্চলে বাস করে আর মাত্র ১১.৫৬% মানুষ শহরাঞ্চলে বাস করে।[১] মানচিত্রটিতে মহকুমার কয়েকটি উল্লেখযোগ্য অবস্থান উপস্থাপন করা হয়েছে। মানচিত্রে চিহ্নিত সমস্ত স্থানে বৃহত্তর পূর্ণ পর্দার মানচিত্রের লিঙ্ক যুক্ত করা আছে।

জনসংখ্যার চিত্র সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুসারে ক্ষীরগ্রামের জনসংখ্যা ২,৪৭৪ জন যার মধ্যে ১,২৬০ জন অর্থাৎ ৫১% পুরুষ আর ১,২১৪ জন (৪৯%) নারী। ৬ বছরের কম বয়সী শিশু রয়েছে ২৪২ জন। গ্রামটিতে শিক্ষিত মানুষের সংখ্যা ১,৬৫১ জন যা মোট জনসংখ্যার ৭৩.৯৭% (৬ বছরেরও বেশি সময় যাবত)।[২]

সংস্কৃতি সম্পাদনা

পরিবহন সম্পাদনা

কাটোয়া-বর্ধমান সড়ক ধরে আগালে কাটোয়া থেকে প্রায় ২৩.২ কিলোমিটার (১৪.৪ মাইল) দূরে গ্রামটি পাওয়া যাবে।

এছাড়া, বর্ধমান-কাটোয়া রেল পথের কাইচর স্টেশন থেকে প্রায় ৩ মাইল দূরে ক্ষীরগ্রাম অবস্থিত। [৩]

স্বাস্থ্যসেবা সম্পাদনা

ক্ষীরগ্রামে একটি ২ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জেলা পরিসংখ্যান পুস্তক ২০১৪ বর্ধমান"Table 2.2। পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  2. "সিডি ব্লক ওয়াইজ প্রাথমিক আদমশুমারির অ্যাবস্ট্রাক্ট ডেটা (পিসিএ)"২০১১ সালের আদমশুমারি: পশ্চিমবঙ্গ - জেলাভিত্তিক সিডি ব্লক। রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার, ভারত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; binoyghosh নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ"Health Statistics। পশ্চিমবঙ্গ সরকার। ২৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা