ক্ষমা (চলচ্চিত্র)
১৯৮৯ সালের বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র
ক্ষমা হচ্ছে ১৯৮৯ সালের বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রোজী ফিল্মসের ব্যনারে প্রযোজনা করেছে অভিনেত্রী রোজী আফসারী এবং পরিচালনা করেছেন মালেক আফসারী। এটি অভিনেত্রী রোজীর আফসারী প্রথম দিকের প্রযোজিত ও অভিনীত সিনেমা। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাবানা, আলমগীর, রোজী, রাজীব, মান্না ও খলিল। এই ছবির একটি গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সৈয়দ আব্দুল হাদী।
ক্ষমা | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক | |
রচয়িতা | মালেক আফসারী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আবু তাহের |
চিত্রগ্রাহক | কাজী বশির |
সম্পাদক | জিন্নাত হোসেন জিন্নাহ |
পরিবেশক | রোজী ফিল্মস |
মুক্তি | ৫ এপ্রিল ১৯৯২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাকুশীলব
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাক্ষমা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করেন আবু তাহের। গানে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী।
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্ষমা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ক্ষমা