ক্রিস্টোফার বার্জার

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

ক্রিস্টোফার জর্জ ডি ভিলিয়ার্স বার্জার (ইংরেজি: Christopher Burger; জন্ম: ১২ জুলাই, ১৯৩৫ - মৃত্যু: ৫ জুন, ২০১৪) ট্রান্সভাল প্রদেশের র‍্যান্ডফন্তেইন এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকের শেষদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]

ক্রিস্টোফার বার্জার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্রিস্টোফার জর্জ ডি ভিলিয়ার্স বার্জার
জন্ম১২ জুলাই, ১৯৩৫
র‍্যান্ডফন্তেইন, ট্রান্সভাল প্রদেশ
মৃত্যু৫ জুন, ২০১৪
হোউইক, কোয়াজুলু-নাটাল
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৭)
৭ ফেব্রুয়ারি ১৯৫৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৮ ফেব্রুয়ারি ১৯৫৮ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৮
রানের সংখ্যা ৬২ ২০৭৩
ব্যাটিং গড় ২০.৬৬ ৩০.০৪
১০০/৫০ ০/০ ২/১৫
সর্বোচ্চ রান ৩৭* ১৩১
বল করেছে - ২৬
উইকেট -
বোলিং গড় - ১৭.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ১/৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ৪৭/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৪ সেপ্টেম্বর ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও ইংরেজ ক্রিকেটে ফ্রি ফরেস্টার্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন ক্রিস্টোফার বার্জার

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৫৫ সাল থেকে ১৯৬৫-৬৬ মৌসুম পর্যন্ত ক্রিস্টোফার বার্জারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ক্রিস্টোফার বার্জার। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। ৭ ফেব্রুয়ারি, ১৯৫৮ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২৮ ফেব্রুয়ারি, ১৯৫৮ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

৫ জুন, ২০১৪ তারিখে ৭৮ বছর বয়সে কোয়াজুলু-নাটালের হোউইক এলাকায় ক্রিস্টোফার বার্জারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা