ক্রিমিয়া

কৃষ্ণ সাগরের উপদ্বীপ

ক্রিমিয়া বা স্বশাসিত প্রজাতন্ত্রী ক্রিমিয়া (ইউক্রেনীয়: Автономна Республіка Крим, আভ়্‌তনম্না রেস্পুব্লিকা ক্রি'ম্‌; রুশ: Автономная Республика Крым আভ়্‌তোনম্নায়া রেস্পুব্লিকা ক্রি'ম্; ক্রিমীয় তাতার: Къырым Мухтар Джумхуриети (সিরিলীয় লিপিতে) Qırım Muhtar Cumhuriyeti (রোমান লিপিতে) (ক্বে'রে'ম মুহতার জুম্‌হুরিয়েতি) ইউক্রেনের অন্তর্গত একটি স্বশাসিত প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রটি কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে অবস্থিত। প্রজাতন্ত্রটির রাজধানী: সিমফারোপোল

স্বশাসিত প্রজাতন্ত্রী ক্রিমিয়া

  • Автономная Республика Крым
  • Автономна Республіка Крим
  • Къырым Мухтар Джумхуриети
  • Qırım Muhtar Cumhuriyeti
ক্রিমিয়ার জাতীয় পতাকা
পতাকা
ক্রিমিয়ার জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: 
"Процветание в единстве" (রুশ)
Protsvetanie v yedinstve  (transliteration)
"ঐক্যে সমৃদ্ধি"
জাতীয় সঙ্গীত: 
"Нивы и горы твои волшебны, Родина" (রুশ)
Nivy i gory tvoi volshebny, Rodina  (transliteration)
মোহময় তোমার মাঠ, পাহাড়, ও মাতৃভূমি
ক্রিমিয়ার অবস্থান (লাল চিহ্নিত) ইউক্রেন এর বাকি অংশের সাথে (সাদা চিহ্নিত)
ক্রিমিয়ার অবস্থান (লাল চিহ্নিত) ইউক্রেন এর বাকি অংশের সাথে (সাদা চিহ্নিত)
রাজধানীসিমফারোপোল
বৃহত্তম নগরীসেভাস্তোপোল
সরকারি ভাষাইউক্রেনীয়
স্বীকৃত আঞ্চলিক ভাষারুশ, ক্রিমীয় তাতারa
নৃগোষ্ঠী
সরকারস্বশাসিত প্রজাতন্ত্র
সেরহি কুনিতসিন[১]
সেরগেই আক্সিনাভ (কার্যকরী)[২][৩]
ভ্লাদিমির কনস্টান্টিনোভ[৪][৫]
আইন-সভাসর্বোচ্চ পরিষদ
আধুনিক ইতিহাস
১৩ ডিসেম্বর, ১৯১৭
জানুয়ারি ১৯১৮
এপ্রিল ১৯১৮
এপ্রিল ১৯১৯
জুন, ১৯১৯
অক্টোবর ১৯২১
• নাজি জার্মানির দখল
১৯৪১-১৯৪৩
জুন ১৯৪৫
ফেব্রুয়ারি ১৯৫৪
ফেব্রুয়ারি ১৯৯১
২১ অক্টোবর, ১৯৯৮
১৬ মার্চ, ২০১৪
আয়তন
• মোট
২৬,১০০ কিমি (১০,১০০ মা) (১৪৮তম)
জনসংখ্যা
• ২০০৭ আনুমানিক
১,৯৭৩,১৮৫ (১৪৮তম)
• ২০০১ আদমশুমারি
২,০৩৩,৭০০
• ঘনত্ব
৭৫.৬/কিমি (১৯৫.৮/বর্গমাইল) (১১৬তম)
মুদ্রাUkrainian hryvnia[তথ্যসূত্র প্রয়োজন] (UAH)
সময় অঞ্চলইউটিসি+২ (পূইস)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+৩ (পূইগ্রীস)
কলিং কোড+৩৮০d
ইন্টারনেট টিএলডিcrimea.uac
  1. যেহেতু ইউক্রেনীয় ভাষাই ইউক্রেনের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোন ভাষা দাপ্তরিক হতে পারে না, যদিও ক্রিমিয়ার সংবিধান অনুযায়ী, রাশিয়ান হল আন্তঃজাতিগত যোগাযোগের ভাষা। যাইহোক, সরকারি কাজকর্ম প্রধানত রাশিয়ান ভাষায় সম্পন্ন করা হয়, তাই এটি একটি বাস্তবিক দাপ্তরিক ভাষা। ক্রিমীয় তাতার ভাষাও ব্যবহার করা হয়।
  2. ইউক্রেন স্বাধীন হলে ক্রিমিয়া তার স্বায়ত্তশাসন পুনরায় ফিরে পায় এবং ক্রিমিয়া স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র গঠন করা হয়।
  3. আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করা হয়নি।
  4. স্বশাসিত প্রজাতন্ত্রী ক্রিমিয়ার জন্য +৩৮০ ৬৫, প্রশাসনিকভাবে পৃথক সেভাস্তোপোল শহরের জন্য +৩৮০ ৬৯২।
Collage of Crimean culture
ক্রিমিয়ার আলুশতা নামক একটি উপকূলীয় শহরের একটি দৃশ্য।

২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়া কর্তৃক দখল করা হয়েছে। বর্তমানে ক্রিমিয়া ইউক্রেনের অংশ নয়, রাশিয়ার অংশ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. (ইউক্রেনীয়) Kunitsyn appointed President's representative in the Crimea, Ukrayinska Pravda (27 February 2014)
  2. "Crimean Parliament Dismisses Cabinet and Sets Date for Autonomy Referendum"The Moscow Times। ফেব্রুয়ারি ২৭, ২০১৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৭, ২০১৪ 
  3. Installed during the 2014 Crimean crisis and not appointed by the President of Ukraine
  4. Vasyl Dzharty of Regions Party heads Crimean government, Kyiv Post (March 17, 2010).
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Mohyliov নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

আরো পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

দাপ্তরিক
  • crimea-portal.gov.ua, the official portal of the Council of Ministers of Crimea (ইংরেজি) (ইউক্রেনীয়) (রুশ) অকার্যকর ভাষা কোড।
  • rada.crimea.ua, the official web-site of the Verkhovna Rada of Crimea (ইংরেজি) (ইউক্রেনীয়) (রুশ) অকার্যকর ভাষা কোড।
  • www.ppu.gov.ua ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে, the official web-site of the Permanent Presidential Representative in the Republic of Crimea (ইউক্রেনীয়) (রুশ)
ইতিহাস

টেমপ্লেট:ইউক্রেন