কাস্তেরমান
কমিক বই প্রকাশনালয়
(ক্যাস্টারম্যান থেকে পুনর্নির্দেশিত)
কাস্তেরমান একটি ফরাসি-বেলজীয় কমিকস প্রকাশনা সংস্থা। তারা কমিক বই এবং শিশুসাহিত্য প্রকাশ করে থাকে। সংস্থাটি বেলজিয়ামের তুর্নে শহরে অবস্থিত।
মালিক প্রতিষ্ঠান | ফ্ল্যামারিয়ঁ শিল্পগোষ্ঠী |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৭৮০; ১৯৩৪ সাল থেকে কমিকস প্রকাশক |
প্রতিষ্ঠাতা | দোনা-জোজ়েফ কাস্তেরমান |
দেশ | বেলজিয়াম |
সদরদপ্তর | তুর্নে |
প্রধান ব্যক্তি | লুই-রোবের কাস্তেরমান |
প্রকাশনা | কমিক বই, শিশুসাহিত্য |
অধীনস্থ বাণিজ্যিক নাম | সাক্কা |
ওয়েবসাইট | www |
১৭৮০ সালে সংস্থাটি তৈরি করেন তুর্নে শহরের একজন সম্পাদক ও বইবিক্রেতা দোনা-জোজ়েফ কাস্তেরমান।[১] এটি প্রথমে একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ছিল। ১৯৩৪ সালে কাস্তেরমান ল্য পেঁতি ভ্যঁতিয়েম পত্রিকার সংখ্যাগুলি থেকে সংকলন করে দুঃসাহসী টিনটিন কমিকসের অ্যালবাম প্রকাশ করে। প্রথম বইটি ছিল সিরিজের চতুর্থ কমিকস ফারাওয়ের চুরুট। ১৯৪২ সাল থেকে কাস্তেরমান পূর্বের কমিকসগুলোর পুনর্সম্পাদিত রঙিন সংস্করণ বের করেছে।
কাস্তেরমান তাদের মাঙ্গা (জাপানি কমিক বই) ধারাবাহিক প্রকাশ করছে 'সাক্কা' বাণিজ্যিক নামের অধীনে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bocquet, José-Louis, and Fromental, Jean-Luc. The Adventures of Hergé (Drawn and Quarterly, 2011).
বহিঃসংযোগs
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)