ক্যারল রিড

ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক

স্যার ক্যারল রিড (ইংরেজি: Carol Reed; ৩০ ডিসেম্বর ১৯০৬ - ২৫ এপ্রিল ১৯৭৬) ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি অড ম্যান আউট (১৯৪৭), দ্য ফলেন আইডল (১৯৪৮), দ্য থার্ড ম্যান (১৯৪৯) এবং অলিভার! চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত।[১] অলিভার! চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।

Sir

ক্যারল রিড
Carol Reed
জন্ম(১৯০৬-১২-৩০)৩০ ডিসেম্বর ১৯০৬
মৃত্যু২৫ এপ্রিল ১৯৭৬(1976-04-25) (বয়স ৬৯)
চেলসি, লন্ডন, ইংল্যান্ড
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৩৫–১৯৭২
দাম্পত্য সঙ্গীডায়ানা ওয়াইনইয়ার্ড
(বি. ১৯৪৩; বিচ্ছেদ. ১৯৪৭)

পেনেলোপি ডুডলি-ওয়ার্ড
(বি. ১৯৪৮; মৃ. ১৯৭৬)
সন্তান

অড ম্যান আউট শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্র; চলচ্চিত্র নির্মাতা রোমান পোলান্‌স্কি একাধিকবার এই চলচ্চিত্রটিকে তার প্রিয় চলচ্চিত্র বলে উল্লেখ করেছেন।[২] দ্য ফলেন আইডল দ্বিতীয় বাফটা পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ভোটে দ্য থার্ড ম্যান ছবিটি বিংশ শতাব্দীর সেরা ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।[৩]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  • মিডশিপম্যান ইজি (১৯৩৫)
  • লেবারনাম গ্রোভ (১৯৩৬)
  • টেক অব দ্য ডেভিল (১৯৩৭)
  • হোস ইউর লেডি ফ্রেন্ড (১৯৩৭)
  • পেনি প্যারাডাইস (১৯৩৮)
  • ব্যাংক হলিডে (১৯৩৮)
  • ক্লিম্বিং হাই (১৯৩৯)
  • এ গার্ল মাস্ট লিভ (১৯৩৯)
  • দ্য স্টারস লুক ডাউন (১৯৪০)
  • গার্ল ইন দ্য নিউজ (১৯৪০)
  • নাইট ট্রেন টু মিউনিখ (১৯৪০)
  • কিপস (১৯৪১)
  • এ লেটার ফ্রম হোম (১৯৪১)
  • দ্য ইয়াং মিস্টার পিট (১৯৪২)
  • উই সার্ভ (১৯৪২)
  • দ্য নিউ লট (১৯৪৩)
  • দ্য ওয়ে আহেড (১৯৪৪)
  • দ্য ট্রু গ্লোরি (১৯৪৫)
  • অড ম্যান আউট (১৯৪৭)
  • দ্য ফলেন আইডল (১৯৪৮)
  • দ্য থার্ড ম্যান (১৯৪৯)
  • আউটকাস্ট অব দ্য আইসল্যান্ডস (১৯৫২)
  • দ্য ম্যান বিটউইন (১৯৫৩)
  • এ কিড ফর টু ফার্থিংস (১৯৫৫)
  • ট্রাপিজ (১৯৫৬)
  • দ্য কি (১৯৫৮)
  • আউর ম্যান ইন হাভানা (১৯৫৯)
  • দ্য রানিং ম্যান (১৯৬৩)
  • দ্য অ্যাগনি অ্যান্ড দ্য এক্সটাসি (২৯৬৫)
  • অলিভার! (১৯৬৮)
  • ফ্ল্যাপ (১৯৭০)
  • ফলো মি! (১৯৭৩)

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম্যালকম, ডেরেক (১৬ মার্চ ২০০০)। "Carol Reed: The Third Man"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ 
  2. "Roman Polanski: Interviews"। মিসিসিপি বিশ্ববিদ্যালয় প্রেস। ২০০৫। পৃ. ১৫৯, ১৮৯। আইএসবিএন ৯৭৮-১-৫৭৮০৬-৮০০-৫
  3. "Best 100 British films - full list"বিবিসি নিউজ। ২৩ সেপ্টেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা