ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় বা সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয়[২] হচ্ছে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি সেনাবাহিনী পরিচালিত[৩] মাধ্যমিক বিদ্যালয়।[৪][৫] এটি উক্ত সেনানিবাসের একমাত্র বালিকা বিদ্যালয়।
ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
, 3500 | |
স্থানাঙ্ক | ২৩°২৮′০৪″ উত্তর ৯১°০৬′৪৪″ পূর্ব / ২৩.৪৬৭৭৩৯৯৪৬৪৬৯৭° উত্তর ৯১.১১২২০৬৭৬৬৩৯২৩৮° পূর্ব |
তথ্য | |
অন্য নাম |
|
ধরন | স্বশাসিত [১]প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | জ্ঞানই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৯ |
বিদ্যালয় বোর্ড | কুমিল্লা বোর্ড |
কর্তৃপক্ষ | বাংলাদেশ সেনাবাহিনী |
ইআইআইএন | ১০৫৭৬৫ |
প্রধান শিক্ষক | জনাব রতন চন্দ্র দত্ত |
বয়সসীমা | ৬-১৭ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ৮ একর |
ক্যাম্পাসের ধরন | ক্যান্টনমেন্ট এলাকা |
রং | লাল-নীল-হলুদ-সবুজ |
হাউজ | গোলাপ, শিউলি, চামেলী, শাপলা |
প্রকাশনা | বার্ষিক উদ্দীপন |
ইতিহাস
সম্পাদনাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্বে ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় এর একটি শাখা ছিল। ১৯৮৯ সালে সেনাবাহিনীতে কর্মরত সদস্যদের মেয়েদের পৃথকভাবে পাঠদানের উদ্দেশ্যে কুমিল্লা সেনানিবাসের তৎকালীন এরিয়া কমান্ডারের উদ্যোগে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্যান্টনমেন্ট বোর্ড জুনিয়র বালিকা বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯০ সালে এটি সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয় এর স্বীকৃতি লাভ করে। কিন্তু সরকারি কাজে এর ইংরেজি নাম ব্যবহার হওয়ায় পরবর্তীতে এর নাম ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় করা হয়[৬]। এই বিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম CBGHS.
অবস্থান
সম্পাদনাএটি কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকায় অবস্থিত।
শ্রেণি
সম্পাদনাউক্ত বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।
শিক্ষক-কর্মচারী
সম্পাদনাবিদ্যালয়ে বর্তমানে ২৯ জন শিক্ষক-শিক্ষিকা, ১ জন অফিস সহকারী এবং ৮ জন কর্মচারী কর্মরত আছেন।
পদবী | সংখ্যা |
---|---|
প্রধান শিক্ষক | ০১ |
সহকারী প্রধান শিক্ষক | ০১ |
সহকারী শিক্ষক | ১৪ |
জুনিয়র শিক্ষক | ১৩ |
অফিস সহকারী | ১ |
তৃতীয় শ্রেণির কর্মচারী | ০২ |
চতুর্থ শ্রেণির কর্মচারী | ০৬ |
শিক্ষার্থী
সম্পাদনাএটি গার্লস স্কুল বা বালিকা বিদ্যালয় হওয়ায়, এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা মূলত বালিকা। তবে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছেলেদেরও এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ আছে।
প্রকাশনা
সম্পাদনা- দেয়ালিকা -- প্রতিটি জাতীয় দিবসে, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উপলক্ষে বিদ্যালয়টি নিয়মিত দেয়ালিকা প্রকাশ করে।
- ম্যাগাজিন -- এই বিদ্যালয় এখন পর্যন্ত ৮টি ম্যাগাজিন প্রকাশ করেছে। প্রথম ছয়টি সংখ্যার নাম ছিল বার্ষিক দর্পণ। বার্ষিক হলেও এটি অনিয়মিত ভাবে প্রকাশিত হত।তারপর ২০১৭ সাল থেকে বার্ষিক উদ্দীপন নামে নিয়মিত ভাবে ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। সর্বশেষ ২০২০
- সালে ম্যাগাজিন প্রকাশিত হয়।
আরও দেখুন
সম্পাদনা- কুমিল্লা সেনানিবাস
- ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা
- ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুমিল্লা আদর্শ সদর উপজেলা: মাধ্যমিক বিদ্যালয়"। comillasadar.comilla.gov.bd। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯।
- ↑ "কুমিল্লায় সেরা ২০ প্রতিষ্ঠান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২।
- ↑ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (পিডিএফ)। dmlc.portal.gov.bd: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- ↑ "List of Secondary Schools" (XLS)। Ministry of Education। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "১৬০ সেরা স্কুল | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১২-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২।
- ↑ বার্ষিক দর্পণ। ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১৬। পৃষ্ঠা 21।