কৌশিক চক্রবর্তী
ভারতীয় বাঙালি অভিনেতা
কৌশিক চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি অভিনেতা, যিনি প্রধানত বাংলা টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করেন।[১][২][৩][৪] তিনি গোয়েন্দা টেলিভিশন ধারাবাহিক সি.আই.ডি. কলকাতা ব্যুরো-তে এসিপি বীরসিংহের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৫] তিনি অন্দরমহল, কিরণমালা, নেতাজি, বব বিশ্বাস, চ্যালেঞ্জ ২, মানুষ, ফান্দে পড়িয়া বগা কান্দে রে সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৬][৭][৮]
কৌশিক চক্রবর্তী | |
---|---|
পেশা | অভিনেতা |
উল্লেখযোগ্য কর্ম | সি.আই.ডি. কলকাতা ব্যুরো অন্দরমহল কিরণমালা |
অভিনীত চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|
২০১১ | ফান্দে পড়িয়া বগা কান্দে রে | মিষ্টির বড় ভাই | |
২০১২ | চ্যালেঞ্জ ২ | শিবু দত্ত | |
২০১৪ | অরুন্ধতী | অগ্নিদেব ভট্ট | |
২০১৪ | গল্প হলেও সত্যি | ||
২০১৪ | ঘুড়ি | ||
২০১৮ | রায় | ||
২০১৯ | দ্য তাশখন্দ ফাইলস | আর. এন. চুগ | |
২০২১ | বব বিশ্বাস | উস্তাদ | |
২০২২ | ফারাজ | র্যাব কর্মকর্তা বেনজির | |
২০২৩ | মানুষ | দিওয়ান জি |
টেলিভিশন
সম্পাদনাবছর | ধারাবাহিক | ভূমিকা | সূত্র |
---|---|---|---|
২০১০-২০১১ | বেহুলা | চাঁদ সদাগর | |
২০১২-২০১৪ | সি.আই.ডি. কলকাতা ব্যুরো | এসিপি বীরসিংহ | |
২০১৩-২০১৪ | মহাভারত | শল্য | |
২০১৪-২০১৬ | কিরণমালা | রাজা বিজয় | |
২০১৫-২০১৬ | সূর্যপুত্র কর্ণ | শল্য | |
২০১৫-২০১৭ | বধূবরণ | অরুনেশ চ্যাটার্জী | |
২০১৫-২০১৬ | গোয়েন্দা গিন্নি | প্রণব মজুমদার | |
২০১৬-২০১৮ | কুসুম দোলা | ড. অ্যামোলিন বোস | |
২০১৭-২০১৮ | অন্দরমহল | অভিমন্যু বোস ওরফে অভি | |
২০১৮-২০২০ | নকশি কাঁথা | মৃত ইকবাল শেখ | |
২০১৯ | শ্বশুরবাড়ি জিন্দাবাদ | ||
২০১৯-২০২০ | এখানে আকাশ নীল | ড. সমরেশ চ্যাটার্জি | |
২০১৯-২০২০ | নেতাজি | জানকীনাথ বসু | [৯] |
২০২০-২০২১ | ফিরকি | ভাস্কর সিনহা রায় | |
২০২১ | রিমলি | অসিত বরণ মুখোপাধ্যায় | |
২০২১ | সাঁঝের বাতি | নিলয় দস্তিদার | |
২০২১-২০২৩ | মিঠাই | সমরেশ "সমু" মোদক | |
২০২২ | পিলু | আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় | |
২০২২ | মন ফাগুন | অপ্রতিম সেন শর্মা | |
২০২২-২০২৩ | গাঁটছড়া | দেবাংশু সিংহ রায় | |
২০২৩ | জাতিস্মর | সুধাময় চৌধুরী | |
২০২৪ | অষ্টমী | ঠাকুর পুরুষোত্তম সিংহ রায় | |
২০২৪ | নিম ফুলের মধু | সুপারস্টার ইন্দ্র কুমার | |
২০২৪-বর্তমান | মিত্তির বাড়ি | অ্যাডভোকেট রঘু রায় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kaushik Chakraborty: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "We aim to depoliticise Tollywood, say Anjana Basu and Kaushik Chakraborty"। The Times of India। ২০১৯-০৭-২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ Bangla, TV9 (২০২৪-০৩-১৯)। "স্বামী-বাবা-শ্বশুরে 'না', লাল শাড়ি-সিঁদুরে বৃহন্নলা বাঙালি অভিনেতা, চিনতে পারছেন?"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "'কোনওদিন ভাবিনি এভাবে...!' লাল বেনারসি-সিঁথিতে সিঁদুর, এ কী ভয়ংকর রূপ অভিনেতার?"। এই সময়। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "CID launches its Kolkata Bureau - Times Of India"। archive.ph। ২০১৩-০১-২৬। ২০১৩-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "Kaushik has his hands full"। The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "Kaushik's big deals"। The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।
- ↑ "Kaushik Chakraborty"। BookMyShow। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ "TV show 'Netaji' crosses 350 episodes"। The Times of India। ২০২০-০৩-০৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কৌশিক চক্রবর্তী (ইংরেজি)