কৌশানী মুখোপাধ্যায়
বাঙালী অভিনেত্রী
(কৌশানি মুখার্জি থেকে পুনর্নির্দেশিত)
কৌশানি মুখোপাধ্যায় (জন্মঃ ১৭ মে, ১৯৯২) হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।[১] পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফল পায় দর্শক মহলে।
কৌশানি মুখার্জী | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | কৌশানি |
নাগরিকত্ব | ভারত |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | হেরম্বচন্দ্র কলেজ |
পেশা |
|
কর্মজীবন | ২০১৫ –বর্তমান |
পরিচিতির কারণ | পারব না আমি ছাড়তে তোকে |
আদি নিবাস | বরাহনগর, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ |
উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) |
পুরস্কার | মিস বিউটী অব কলকাতা |
শৈশব সম্পাদনা
কৌশানি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন কলকাতা শহরে। তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। এরপর তিনি বি.কম বিষয়ে শিক্ষালাভ করেন হেরম্বচন্দ্র কলেজে। একই সময় তিনি মিস বিউটি অব কলকাতা সন্মানে সন্মনিত হন।[২]
কর্মজীবন সম্পাদনা
পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে অভিনয়ের মাধমে কৌশানী তার কর্মজীবন শুরু করেন। এই ছবিতে তার বিপরীতে কাজ করেন বনি সেনগুপ্ত।[৩]
চলচ্চিত্রের তালিকা সম্পাদনা
সাল | চলচ্চিত্রের নাম | পরিচালক | সহ-শিল্পী | প্রযোজক | তথ্য সূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | পারবো না আমি ছাড়তে তোকে | রাজ চক্রবর্তী | বনি সেনগুপ্ত | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | [৪] |
২০১৬ | কেলোর কীর্তি | রাজা চন্দ | দেব, অঙ্কুশ, নুসরাত, যীশু মিমি, সায়ন্তিকা সহ আরো অনেকে | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস | |
২০১৭ | তোমাকে চাই | রাজিব কুমার | বনি সেনগুপ্ত | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |
২০১৭ | জিও পাগলা | রবি কিনাগী | বনি সেনগুপ্ত | সুরিন্দর ফিল্মস | |
২০১৯ | জামাই বদল | রবি কিনাগী | সোহম চক্রবর্তী | সুরিন্দর ফিল্মস | |
২০১৯ | জানবাজ | অনুপ সেনগুপ্ত | বনি সেনগুপ্ত | এচো ফিল্মস |
পুরস্কার এবং স্বীকৃতি সম্পাদনা
- পি. সি. চন্দ্র জুয়েলার্স গোল্ডলাইটস ডিভা: বিজয়ী
- মিস্ বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস্ বিউটিফুল হেয়ার উপাধিসমূহ[৫]
রাজনৈতিক জীবন সম্পাদনা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি ৪৫ হাজার ভোটের ব্যবধানে বিজেপির মুকুল রায়ের নিকট কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে হেরেছেন।[৬]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "লগ্নজিতার ইচ্ছেগুলো"। Kolkata GlitZ। ২০১৬-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৪।
- ↑ "Koushani Mukherjee Biography"। স্বদেশ বিডি। ৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ NOVEMBER 19, 2015। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "আমার কিন্তু এটাই প্রথম ব্লাইন্ড ডেট"। এই সময়। সংগ্রহের তারিখ NOVEMBER 19, 2015। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Ganguly, Ruman (২৬ জুলাই ২০১৫)। "Selfie promotion for Parbona Ami Charte Toke!"। Times of India। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৬।
- ↑ "Koushani Mukherjee Biography and Personal Profile"। সংগ্রহের তারিখ eptember 5, 2015। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।