কোপা এভা দুয়ার্তে

কোপা এভা দুয়ার্তে ছিল একটি স্পেনীয় ফুটবল প্রতিযোগিতা, যেটি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দ্বারা আয়োজিত হতো। এই প্রতিযোগিতায় লা লিগা এবং কোপা দেল জেনারেলিসিমোর বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত হতো। ১৯৪০ সালে এটি "কোপা দে কাম্পেওনেস" নামে শুরু হয়েছিল এবং ১৯৪৫ সাল পর্যন্ত কোন খেলা অনুষ্ঠিত হয়নি। আর্জেন্টিনার রাষ্ট্রদূত সামরিক সরকারের সাথে সুসম্পর্কের কারণে "কোপা দে ওরো আর্জেন্টিনা" নামে একটি ট্রফি প্রস্তাব করেছিলেন।[১] এই দুটি প্রতিযোগিতাই অননুমোদিত ছিল।

বিজয়ীর তালিকা সম্পাদনা

 
কোপা এভা দুয়ার্তের শিরোপা
সাল চ্যাম্পিয়ন রানার-আপ ফলাফল
১৯৪৬–৪৭ রিয়াল মাদ্রিদ ভালেনসিয়া –১
১৯৪৭–৪৮ বার্সেলোনা সেভিয়া –০
১৯৪৮–৪৯ ভালেনসিয়া বার্সেলোনা –৪
১৯৪৯–৫০ অ্যাথলেতিক বিলবাও আতলেতিকো মাদ্রিদ –৫ (৫–৫/ ২–০)
১৯৫০–৫১ আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনা –০
১৯৫১–৫২ বার্সেলোনা*
১৯৫২–৫৩[২] বার্সেলোনা*

* ১৯৫২ এবং ১৯৫৩ সালে, লা লিগা এবং কোপা দেল জেনারেলিসিমো উভয় শিরোপা জয়ের ফলে এই প্রতিযোগিতার শিরোপাটি বার্সেলোনাকে পুরস্কৃত করা হয়েছিল।[২]

শিরোপা অনুযায়ী দল সম্পাদনা

দল চ্যাম্পিয়ন রানার-আপ জয়ের সাল হারের সাল
বার্সেলোনা ১৯৪৮, ১৯৫২, ১৯৫৩ ১৯৪৯, ১৯৫১
ভালেনসিয়া ১৯৪৯ ১৯৪৭
আতলেতিকো মাদ্রিদ ১৯৫১ ১৯৫০
রিয়াল মাদ্রিদ ১৯৪৭
অ্যাথলেতিক বিলবাও ১৯৫০
সেভিয়া ১৯৪৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Spain - List of Super Cup Finals"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  2. http://www.cihefe.es/wp-content/uploads/2015/02/revistabar%C3%A7a.jpg