কোটা লোকসভা কেন্দ্র

(কোটা (লোকসভা কেন্দ্র) থেকে পুনর্নির্দেশিত)

কোটা লোকসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি

কোটা লোকসভা কেন্দ্র
রাজস্থান রাজ্যের লোকসভা কেন্দ্রগুলির মানচিত্র
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনা
বর্তমান সাংসদওম বিড়লা[১]
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যরাজস্থান

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রের সকল বিধানসভা কেন্দ্রগুলি কোটা জেলা এবং বুন্দি জেলার অংশ নিয়ে গঠিত।

ইতিহাস সম্পাদনা

এই লোকসভা কেন্দ্রে ১৯৫২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্রগুলি সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের ২০০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য রাজস্থান বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্র সর্বশেষ ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেশোরাইপাতান বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৫ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।

বুন্দি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৬ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

পিপলদা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৭ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

সাঙ্গদ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৮ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

কোটা উত্তর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৯ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

কোটা দক্ষিণ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯০ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

লাদপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯১ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

রামগঞ্জ মান্ডি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি রাজস্থান রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯২ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

সংসদ সদস্য সম্পাদনা

# এমপি'র নাম দল
১৯৫২ নেমিচাঁদ কসালিওয়াল ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৫৭ নেমিচাঁদ কসালিওয়াল ভারতীয় জাতীয় কংগ্রেস
ওঙ্কর লাল বেরওয়া
১৯৬২ ওঙ্কর লাল বেরওয়া ভারতীয় জনসঙ্ঘ
১৯৬৭ ওঙ্কর লাল বেরওয়া ভারতীয় জনসঙ্ঘ
১৯৭১ ওঙ্কর লাল বেরওয়া ভারতীয় জনসঙ্ঘ
১৯৭৭ কৃষ্ণ কুমার গোয়াল জনতা পার্টি
১৯৮০ কৃষ্ণ কুমার গোয়াল জনতা পার্টি
১৯৮৪ শান্তি ধরিওয়াল ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৯ বৈদ্য দৌ দয়াল যশী ভারতীয় জনতা পার্টি
১৯৯১ বৈদ্য দৌ দয়াল যশী ভারতীয় জনতা পার্টি
১৯৯৬ বৈদ্য দৌ দয়াল যশী ভারতীয় জনতা পার্টি
১৯৯৮ রাম নারায়ণ মীনা ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৯ রঘুবীর সিং কোশাল ভারতীয় জনতা পার্টি
২০০৪ রঘুবীর সিং কোশাল ভারতীয় জনতা পার্টি
২০০৯ ইজ্যরাজ সিং ভারতীয় জাতীয় কংগ্রেস
২০১৪ ওম বিড়লা ভারতীয় জনতা পার্টি
২০১৯ ওম বিড়লা ভারতীয় জনতা পার্টি

নির্বাচনের ফলাফল সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০১৯: কোটা
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি ওম বিড়লা ৮,০০,০৫১ ৫৮.৫২
কংগ্রেস রামনারায়ণ মীনা ৫,২০,৩৭৪ ৩৮.০৭
বিএসপি হরিশ কুমার লাহরি ৯,৯৮৫ ০.৭৩
আইএনডি হরগোবিন্দ মীনা ৪,৫১১ ০.৩৩
আইএনডি প্রবীণ খানদেলওয়াল ৪,০৯৭ ০.৩০
কাউকে নয় উপরের কাউকে নয় ১২,৫৮৯ ০.৯২
সংখ্যাগরিষ্ঠতা ২,৭৯,৬৭৭ ২০.৪৫
ভোটার উপস্থিতি ১৩,৬৭,৯২৮ ৭০.২২
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "All Members of Lok Sabha (Since 1952)"New Delhi: Lok Sabha Secretariat। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৫ 

আরও পড়ুন সম্পাদনা

  • Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
  • Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]

বহিঃসংযোগ সম্পাদনা