কে এন প্রধান

ভারতীয় রাজনীতিবিদ

কে এন প্রধান (১৯৩২ - ১৭ জুলাই ১৯৯৯) একজন বিশিষ্ট সামাজিক এবং রাজনৈতিক কর্মী এবং একজন সুপরিচিত এবং সক্রিয় ট্রেড ইউনিয়নবাদী ছিলেন। তিনি মধ্য প্রদেশের ভোপাল সংসদীয় আসনের প্রতিনিধিত্বকারী অষ্টম লোকসভার সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৬৭ থেকে ১৯৭২ এবং ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মধ্য প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারে মন্ত্রিপরিষদ মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। [১]

প্রধানের পাঁচ সন্তান রয়েছেন। তাঁর পুত্র বিনোদ প্রধানের বিয়ে হয়েছে ভারতীয় জনতা পার্টির এক নেতা মরহুম শীতা সহাইয়ের কন্যা আলকা প্রধানের সাথে (এনিয়ে আলকা সাহাই)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Budhni (Madhya Pradesh) Election Results 2014, Current and Previous MLA"Elections.in। ২০১৪-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮