কে-ইলেকট্রিক ফুটবল ক্লাব

(কে-ইলেকট্রিক এফ.সি. থেকে পুনর্নির্দেশিত)

করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব পাকিস্তানের একটি অন্যতম ফুটবল ক্লাব; যা কে-ইলেকট্রিক এফ.সি. বা কে.ই. নামে সর্বাধিক পরিচিত। পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে দলটির অবস্থান ছিল। পিপলস ফুটবল স্টেডিয়ামকে হোমগ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছিলেন। এটি বর্তমানে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল। তাদের ক্রেস্ট এবং কিটে প্রতিফলিত ক্লাবের রঙগুলি পিছনে এবং হলুদ ছিল।

কে-ইলেকট্রিক
K-Electric
K-الیکٹرک
পূর্ণ নামকে-ইলেকট্রিক ফুটবল ক্লাব
ডাকনামদ্যা ইলেকট্রিশিয়ান
প্রতিষ্ঠিত১৯৭৪; ৫০ বছর আগে (1974), করাচি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ফুটবল ক্লাব হিসেবে
বিলুপ্তি২০২০; ৪ বছর আগে (2020)
মাঠপিপলস ফুটবল স্টেডিয়াম
ধারণক্ষমতা৪০,০০০[]
মালিককে-ইলেকট্রিক
চেয়ারম্যানজাবে খান[]

ইতিহাস

সম্পাদনা

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত, [] কে-ইলেক্ট্রিক ২০০৫ সালে পাকিস্তান ফুটবল ফেডারেশন লিগ থেকে পদোন্নতি জিতেছিল যখন তারা পাকিস্তান রেলওয়েতে রানার্স-আপ হয়েছিল। ক্লাবটি ২০১৪–১৫ মৌসুমে তাদের প্রথম লিগ শিরোপা জিতেছিল, আগের দুটি মৌসুমে রানার্স-আপ হয়ে শেষ হয়েছে। তারা পাকিস্তান থেকে প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।[]

আগস্ট ২০১৫ সালে, কে-ইলেক্ট্রিক এফসি ভুটান এবং মঙ্গোলিয়ার চ্যাম্পিয়নদের পরাস্ত করে এএফসি কাপ প্লে-অফে অগ্রসর হওয়া প্রথম পাকিস্তান ফুটবল ক্লাব হয়ে পাকিস্তান ফুটবলের ইতিহাস তৈরি করে। তারা ড্রুক ইউনাইটেডের সাথে ৩–৩ ড্র করে আগে খোরোমখোনকে ১–০ হারায়। যাইহোক, প্লে-অফে, তারা বাহরাইনের আল-হিদের কাছে ২–০ গোলে হেরে যায়।

একই বছর অক্টোবরে, কে-ইলেক্ট্রিক এফসি বাংলাদেশে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশগ্রহণ নিয়েছিলেন। তাদের স্ট্রাইকার মুহাম্মদ রসুল ৩টি ম্যাচে ৪টি গোল করেছেন।

কে-ইলেক্ট্রিক বিভিন্ন যুব উদ্যোগ যেমন কে-ইলেক্ট্রিক লিয়ারি অনূর্ধ্ব-১৬ ফুটবল লিগের আয়োজন করেছিলেন।

২০২০ সালে, কে-ইলেক্ট্রিক ফুটবল দলকে বিলুপ্ত করে দিয়েছেন।[] []

প্রতিদ্বন্দ্বিতা

সম্পাদনা

রাওয়ালপিন্ডি-ভিত্তিক খান রিসার্চ ল্যাবরেটরিজের সাথে ক্লাবটির দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় যখন কে-ইলেক্ট্রিক এবং খান রিসার্চ ল্যাবরেটরিজ ২০১১ এবং ২০১২ সালে পাকিস্তান জাতীয় চ্যালেঞ্জ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে খান রিসার্চ ল্যাবরেটরিজ খেলার সাথে পেনাল্টিতে উভয় ফাইনালে অতিরিক্ত সময়ের পর যথাক্রমে ০–০ ড্র ১–০ এবং ৩–১ জিতেছিল। কে-ইলেক্ট্রিকই ২০১৪–১৫ মৌসুমে লিগ জিতলে ঘরোয়া চ্যাম্পিয়ন হিসেবে খান রিসার্চ ল্যাবরেটরিজের রাজত্বের অবসান ঘটিয়েছিল।

সাফল্য

সম্পাদনা

মহাদেশীয় ইতিহাস

সম্পাদনা
সময়কাল প্রতিযোগিতা পর্ব ক্লাব স্বাগতিক অথিতি সমষ্টিসমষ্টি
২০১৬ এএফসি কাপ বাছাইপর্বের প্লে অফ পর্ব   ড্রুক ইউনাইটেড ৩–৩
  খোরোমখোন ১–০
প্লে অফ পর্ব   আল-হিদ ০–২

উল্লেখযোগ্য খেলোয়াড়

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Peoples Football Stadium – Soccerway"int.soccerway.com। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  2. "Hopes rekindled"The News International (newspaper)। ৯ জানুয়ারি ২০২২। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  3. "Pakistan - Foundation Dates of Clubs"www.rsssf.org। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৯ 
  4. natasha.raheel (২০১৫-০১-২১)। "After four long years, K-Electric lift PPFL trophy"The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩০ 
  5. "Huge blow as K-Electric all set to disband football team"The Express Tribune (newspaper)। ৪ অক্টোবর ২০২০। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  6. "Footballers stage protest against K-Electric disbanding team"The News International (newspaper)। ২৫ নভেম্বর ২০২০। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা