কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, কোকড়াঝাড়

কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান(Central Institute of Technology) ভারতের আসামের কোকড়াঝাড় জেলায় অবস্থিত। এই সরকারি প্রকৌশল প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ভারত সরকার স্থাপন করে।[১][২] এটি উত্তর-পূর্বাঞ্চল-এর আসামে অবস্থিত।[৩]

কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, কোকরাঝাড়
Central Institute of Technology Kokrajhar
নীতিবাক্যTo be a center of excellence in Quality Technical and Vocational Education
ধরনসরকারী প্রকৌশল প্রতিষ্ঠান
স্থাপিতমানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা ২০০৬ সালে
পরিচালকডঃ দেব কুমার চক্রবর্তী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮০+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৩০+
শিক্ষার্থী২০০০
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামসিআইটি (CIT)
ওয়েবসাইটwww.cit.ac.in

অবস্থান সম্পাদনা

এই প্রতিষ্ঠানটি কোকড়াঝাড়ের দেবরগাওঁ-তিনিআলী পথ এলাকার প্রায় ২০ একর ভূমি জুড়ে আছে। কোকড়াঝাড় রেলওয়ে স্টেশন থেকে এটি প্রায় ১০ কি.মি. দূরে অবস্থিত। রেলগাড়ীর দ্বারা এটি দিল্লী এবং কলকাতার সাথে সংযোজিত। কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

২০০৬ সাল ১৬ ডিসেম্বরে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। ২০০৩ সাল ১০ ফেব্রুয়ারিতে ভারত সরকার, আসাম সরকার এবং বড়ো লিবারেশন টাইগারের মধ্যে নতুন দিল্লীতে স্বাক্ষরিত বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের স্মারক পত্রের ফলশ্রুতিতে উক্ত প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল। প্রতিষ্ঠানটি স্বায়ত্ত শাসিত ( Autonomous Institution) এবং এর প্রশাসনিক কাজ চালানোর জন্য বোর্ড অফ্ গভর্নর আছে।

বিভাগসমূহ সম্পাদনা

প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে ডিগ্রী এবং ডিপ্লমা দেয়। বিভিন্ন বিভাগসমূহ হল:

  • অণুবিদ্যুৎ এবং সংযোগ প্রকৌশল বিভাগ(Electronics & Communication Engineering)
  • কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ(Computer Science & Engineering)
  • যন্ত্রবিদ্যা প্রকৌশল বিভাগ (Instrumentation Engineering)
  • খাদ্য প্রক্রিয়াকরণ এবং প্রযুক্তি (Food processing and technology)
  • ব্যবহারিক প্রকৌশল বিভাগ Civil engineering)
  • তথ্য-প্রযুক্তি(Information Technology)
  • আনুষঙ্গিক প্রকৌশল(Allied Engineering)
  • মৌলিক বিজ্ঞান (Basic Science)
  • মানবিকী এবং সমাজ বিজ্ঞান (Humanities and Social Science)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Department of Higher Education | Government of India, Ministry of Education"www.education.gov.in। ২০২১-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 
  2. "PIB Press Releases"pib.nic.in। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৯ 
  3. Tripathi, Rahul। "Ex-Kokrajhar CIT boss Uday Shankar Dikshit says minister Smriti Irani removed him over clerk's posting"The Economic Times। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা