কেদারপুর ইউনিয়ন, নড়িয়া

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একটি ইউনিয়ন

কেদারপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২] কেদারপুর ইউনিয়ন নড়িয়া উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।এই ইউনিয়নে অনেক ঞ্জানী গুনীর লোকের বসবাস।এখানে রয়েছে অনেক প্রাচীন পুরাকৃতি| লেখাটি সম্পাদনা করেছেন আবু হাসান নাহিয়ান

কেদারপুর
ইউনিয়ন
কেদারপুর ইউনিয়ন পরিষদ
কেদারপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
কেদারপুর
কেদারপুর
কেদারপুর বাংলাদেশ-এ অবস্থিত
কেদারপুর
কেদারপুর
বাংলাদেশে কেদারপুর ইউনিয়ন, নড়িয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৭′৫২″ উত্তর ৯০°২৪′১৫″ পূর্ব / ২৩.২৯৭৭৮° উত্তর ৯০.৪০৪১৭° পূর্ব / 23.29778; 90.40417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাশরীয়তপুর জেলা
উপজেলানড়িয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

খাল ও নদী-কেদারপুর ইউনিয়নের পাশ দিয়ে পদ্মা নদী চলে গেছে।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

কবরস্থান সম্পাদনা

১।মূলফৎগঞ্জ মাদ্রাসা লিল্লাহ কবরস্থান, মূলফৎগঞ্জ

০২।মূলফৎগঞ্জ মাদ্রাসা কবরস্থান, মূলফৎগঞ্জ

০৩।সাহেবেরচর কবরস্থান,সাহেবেরচর

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান-----

কেদারপুর উচ্চ বিদ্যালয়

চন্ডিপুর উচ্চ বিদ্যালয়

মূলফৎগঞ্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা।

দর্শনীয় স্থান সম্পাদনা

হযরত মজিদ শাহ (রহ:) এর মাজার

হযরত মজিদ শাহ (রহ:) ছিলেন একজন সুফী সাধক এবং একজন কামেল পীর । প্রতি বৎসর অনুষ্ঠিত বার্ষিক ওরস মাহফিলে প্রচুর ভক্তবৃন্দ এবং দর্শনার্থীর আগমন ঘটে বিধায় এটি একটি দর্শনীয় স্থান ।কীভাবে যাওয়া যায়:যে কোন স্থান থেকে নড়িয়া এসে যে কোন যানবাহনে করে কেদারপুর ইউনিয়নে অবস্থিত হযরত মজিদ শাহ (রহ:) এর মাজারে যাওয়া যায় ।

মা-জেনারেল হাসাপাতাল ও চিড়িয়াখানা।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার, কেদারপুর ইউনিয়নের খুব নিকটে মা-জেনারেল হাসপাতাল ও চিড়িয়া খানা অবস্থিত। ঢাকা থেকে গাড়ি যোগে, নড়িয়া উপজেলা এসে , রিক্সা বা অটো যোগে মা-জেনারেল হাসপাতাল ও চিড়িয়াখানা যাওয়া যায়। হাসপাতালে বেশিরভাগ সেবাই বিনামূল্যে দেয়া হয়। সাথে চিড়িয়াখানা থাকায় ঘুরাফেরার জন্যও মনোরম পরিবেশ রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- আলমগীর হোসাইন মাল-ইউপি চেয়ারম্যান

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ আবদুল করিম মাল
০২ ইমাম হোসেন দেওয়ান
০৩
০৪
০৫
০৬
০৭

ইউনিয়ন পরিষদের মেম্বার সম্পাদনা

আবুল হাসান মোল্লা

রফিক কাজী

আব্দুল মান্নান খান

হাফেজ মোঃ ছানাউল্লাহ

ইয়াজ উদ্দিন ছৈয়াল

জাহিদ হোসেন বিল্লাল

শাহে আলম শেখ

মজিবুর রহমান

সেলিম মুন্সী

হাট-বাজারের তালিকা সম্পাদনা

ওয়াবদা বাজার

মূলফৎগঞ্জ বাজার

চন্ডিপুর নতুন বাজার


আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেদারপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  2. "নড়িয়া উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০