কৃষিভিত্তিক সমাজ

এমন একটি সম্প্রদায় যারা কৃষির উপর নির্ভরশীল

কৃষিভিত্তিক সমাজ (ইংরেজি: agrarian society অথবা agricultural society) এমন সম্প্রদায় যারা অর্থনীতি, ফসল এবং চাষযোগ্য জমি ও রক্ষণাবেক্ষণের উপর ভিত্তি করে। কৃষিভিত্তিক সমাজকে সংজ্ঞায়িত করার আরেকটি উপায় হচ্ছে একটি জাতির মোট উৎপাদন কৃষিক্ষেত্রে কত অংশ তা দেখা। কৃষিভিত্তিক সমাজে জমি চাষ করাই তাদের সম্পদের প্রাথমিক উৎস। এই জাতীয় সমাজ জীবিকা নির্বাহের জন্য অন্যান্য উপায় এবং কাজের অভ্যাস করতে পারে, তবে কৃষি এবং কৃষিকাজের গুরুত্বকে জোর দিবে। কৃষিভিত্তিক সমাজের সূচনা হয় আজ থেকে ১০,০০০ বছর আগে[১] এবং আজও বিদ্যমান আছে। তারা মানব ইতিহাসের রেকর্ড করা বেশিরভাগ ক্ষেত্রে আর্থ-সামাজিক সংগঠনের সর্বাধিক সাধারণ রূপ।

কম্বোডিয়ার ধানক্ষেতে মহিষ দিয়ে মই দেয়া হচ্ছে

ইতিহাস সম্পাদনা

কৃষিভিত্তিক সমাজের আগে শিকারী ও সংগ্রহকারী এবং উদ্যানতত্ত্ব সমিতি এবং শিল্পভিত্তিক সমাজের রূপান্তর ঘটে। নিওলিথিক বিপ্লব নামে কৃষি রূপান্তর স্বাধীনভাবে একাধিকবার সংঘটিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Society, National Geographic (২০১৯-০৮-১৯)। "The Development of Agriculture"National Geographic Society (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৯