কৃতবর্মা
যাদব ক্ষত্রিয় এবং কৃষ্ণের নারায়ণী সেনাদলের প্রধান, অভিমন্যুর অন্যতম প্রশিক্ষক এবং হত্যাকারী
কৃতবর্মা (সংস্কৃত: कृतवर्मा, Kŗtavarmā) ছিলেন একজন যাদব ক্ষত্রিয় এবং কৃষ্ণের নারায়ণী সেনাদলের প্রধান।[১] মহাভারত ও বিষ্ণু পূরাণে এই চরিত্রটির উল্লেখ পাওয়া যায়।
কৃতবর্মা | |
---|---|
গ্রন্থসমূহ | মহাভারত, পুরাণ |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা |
|
সহোদর | দেববাহ, গদাধনবন এবং শুর |
রাজবংশ | যাদব বংশ |
পূরাণের বর্ণনা অনুযায়ী, অত্যন্ত সাহসী এই যোদ্ধার পিতার নাম ছিল হৃদিক।[২]
কৃষ্ণের প্রতিজ্ঞা অনুসারে, নারায়ণী সেনাদের প্রধান হিসাবে কৃতবর্মা কৌরবদের পক্ষে যুদ্ধ করেন।[৩] নিজ শিষ্য ও অর্জুনপুত্র অভিমন্যুকে হত্যার পিছনে তার ভূমিকা ছিল। যুদ্ধের চতুর্দশ দিবসে তিনি ভীমের আক্রমণ প্রতিহত করেছিলেন। অশ্বত্থামার আদেশে তিনি কৌরবদের বীরদের হত্যার কোন প্রতিবাদ করেননি কারন উর্ধতন সেনাপতির আদেশ লঙ্ঘন তার ক্ষত্রিয় নীতি বিরুদ্ধ ছিল।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Himanshu Agarwal (২০ আগস্ট ২০১৯)। Mahabharata Retold Part-2। Notion Press। পৃষ্ঠা 49–। আইএসবিএন 978-1-64587-785-1।
- ↑ Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, p.105.
- ↑ Bose, Buddhadeva (ফেব্রুয়ারি ১৯৮৬)। The Book of Yudhisthir: A Study of the Mahabharat of Vyas (2nd সংস্করণ)। Hyderabad, India: Sangam Books। পৃষ্ঠা 167। আইএসবিএন 9780861314607।
- ↑ http://sanskritdocuments.org/mirrors/mahabharata/mahabharata-bori.html