একটি কূটনৈতিক মিশন বা বিদেশী মিশন হল একটি রাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে অপর কোনো রাষ্ট্র বা সংস্থার প্রতিনিধিত্বকারী দল। এ দল সাধারণত একটি রাষ্ট্রে বিদেশি কূটনৈতিক হিসেবে কাজ করে। [] সাধারণত, এ শব্দগুচ্ছটি সাধারণত একটি দূতাবাসকে বোঝায়। দূতাবাস হলো অন্য দেশে একটি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের প্রধান কার্যালয়। [] এছাড়া এর দ্বারা কনস্যুলেটকেও বোঝানো যেতে পারে। কনস্যুলেট হল একটি ছোট কূটনৈতিক মিশন যেগুলি সাধারণত গ্রহীতা রাষ্ট্রের প্রধান শহরগুলিতে অবস্থিত হয়ে থাকে। যে দেশে এটি অবস্থিত সেখানে একটি কূটনৈতিক মিশন হওয়ার পাশাপাশি, সেখানে এক বা একাধিক দূতাবাস অথবা অন্য দেশে একটি অনাবাসিক স্থায়ী মিশনও হতে পারে। [] [] [] []

রোমের হোলি সি এবং মাল্টার সার্বভৌম সামরিক ভূখন্ডে স্প্যানিশ দূতাবাস
ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস
মার্কিন যুক্তরাষ্ট্রে নরওয়ের দূতাবাস, ওয়াশিংটন ডিসি
এক জায়গায় একাধিক দূতাবাস: ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের দূতাবাসগুলি জার্মানির বার্লিনে একটি যৌথ প্রাঙ্গণে ৷

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "What is a Foreign Mission /Chancery?"www.state.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৫ 
  2. "What is a U.S. Embassy? - National Museum of American Diplomacy" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৫ 
  3. Tom Nierop, Systems and Regions in Global Politics (Wiley, John and Sons 1994 আইএসবিএন ৯৭৮-০-৪৭১-৯৪৯৪২-৮), p. 67.
  4. "The Russian Federation has diplomatic relations with a total of 187 countries, but some of them – mainly for financial reasons – maintain non-resident embassies in other countries", International Affairs, issues 4–6 (Znanye Pub. House, 2006), p. 78
  5. "Of Chile's 109 foreign diplomatic missions in 1988, no fewer than 31 were on a non-residential basis, while 17 of the 63 missions in Santiago were non-resident" (Deon Geldenhuys, Isolated States: A Comparative Analysis (University of Cambridge 1990 আইএসবিএন ০-৫২১-৪০২৬৮-৯), p. 158).
  6. "America's diplomatic mission to (Saudi Arabia) was changed from non-resident to permanent Minister in Jeddah" (Fahad M. Al-Nafjan, The Origins of Saudi-American Relations, page not numbered).