কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
(কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পুনর্নির্দেশিত)

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি বৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি সরকারি শিক্ষালয়। এখানে সাতটি শাখায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে এটি হাতে-কলমে কাজ শেখার উপযুক্ত কর্মশালা। বর্তমানে এই প্রতিষ্ঠানে চার বছর অধ্যয়ন শেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রদান করা হয়।[১]

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট
প্রধান ফটক
ধরনসরকারি
স্থাপিত১৯৬৪
অধ্যক্ষপ্রকৌশলী ড.নুরুল হক
শিক্ষার্থী২৩০০+
অবস্থান,
২৩°৫৪′০৬″ উত্তর ৮৯°০৮′০২″ পূর্ব / ২৩.৯০১৭২৫° উত্তর ৮৯.১৩৪০১৩° পূর্ব / 23.901725; 89.134013
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামপলিটেকনিক কলেজ, কুষ্টিয়া।
ওয়েবসাইটkushtiapi.gov.bd
মানচিত্র

অবস্থান সম্পাদনা

এটি কুষ্টিয়া শহরের মির মোশাররফ হোসেন রোড সংলগ্ন কাটায়খানা মোড়ে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

এটি ১৯৬৪ সালে খ্রিষ্টাব্দে সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২৩০০ জন ছাত্র-ছাত্রী এবং চারটি টেকনোলজি (সিভিল, ইলেট্রিক্যাল, মেকানিক্যাল ও পাওয়ার) নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১১টি বিভাগ চলমান রয়েছে।[১]

ক্যাম্পাস সম্পাদনা

মূল ক্যাম্পাসে চারতলা বিশিষ্ট একটি ভবন, তিনটি বড় ওয়ার্কশপ ভবন, অফিস, লাইব্রেরী, ওয়ার্কশপ এবং ল্যবরেটরী এবং একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম।৪০ একর জায়গায় প্রতিষ্ঠানটি অবস্থিত। এছাড়া মূল ভবনের উত্তর পাশে রয়েছে মসজিদ সংলগ্ন শহীদ মিনার।

টেকনোলজি সম্পাদনা

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে

  1. কম্পিউটার
  2. ইলেকট্রনিক্স
  3. ইলেকট্রিক্যাল
  4. মেকানিক্যাল
  5. সিভিল
  6. পাওয়ার

আবাসিক হল সম্পাদনা

  • ছাত্রদের জন্য ২টি ছাত্রাবাস
  • ছাত্রীদের জন্য ১টি ছাত্রীনিবাস রয়েছে।

চিত্রশালা সম্পাদনা

 
 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Welcome to Kushtia Polytechnic Institute, Kushtia"। ৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা