কুষ্টিয়া জেলা সুইমিংপুল

কুষ্টিয়ার সাঁতার ভেন্যু

কুষ্টিয়া জেলা সুইমিংপুল ২০১৭ সাল হতে সক্রীয় বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের সীমার মধ্যে অবস্থিত।[] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[]

কুষ্টিয়া জেলা সুইমিংপুল
পাখির চোখে কুষ্টিয়া সুইমিংপুল, ফেব্রুয়ারি ২০২৫
২৩°৫৩′৪৭″ উত্তর ৮৯°০৬′৫৫″ পূর্ব / ২৩.৮৯৬৪৩৯° উত্তর ৮৯.১১৫৩৩৩° পূর্ব / 23.896439; 89.115333
ঠিকানাস্টেডিয়াম রোড, কুষ্টিয়া
খোলা২৫ এপ্রিল, ২০১৭
পরিচালনায়কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
অবস্থাসক্রীয়
খরচ ৮.৭৮ কোটি
বৈশিষ্ট্য
পানি ছাঁকনি ব্যবস্থা

নির্মাণ ইতিহাস

সম্পাদনা

২০১৩ সালে পুল নির্মাণের পরিকল্পনা করা হয়।[] ২০১৪ সালের ৩০ মার্চ কুষ্টিয়া স্টেডিয়ামের সীমার মাঝে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর এটির নির্মাণ সম্পন্ন হয়।[] ২০১৭ সালের ২৫ এপ্রিল সাতাঁরুদের ক্রীড়া ও প্রশিক্ষণের জন্য উদ্বোধন ও সক্রীয় করা হয়। প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৮ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় হয়।[]

কাঠামো

সম্পাদনা

কুষ্টিয়া জেলা সুইমিংপুল দোতলা প্যাভিলিয়ন, পাঁচ ধাপবিশিষ্ট সাধারণ গ্যালারি, সংযোগ সড়ক, গভীর নলকূপ, পুলের পানি ছাঁকনির মাধ্যমে পরিষ্কার রাখার মত কাঠামো যুক্ত। এটি খোলা আকাশের নীচে উন্মুক্ত সুইমিংপুল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুষ্টিয়ায় আধুনিক সুইমিংপুল"প্রথম আলো। ২০১৭-০৪-২৬। ২০২২-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩ 
  2. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  3. "স্বপ্নের সুইমিং পুল কুষ্টিয়ায়"কালের কণ্ঠ। ২০১৫-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-২৯ 
  4. জাহিদুল আলম, জয় (২০১৯-০৮-২১)। "দেশের ক্রীড়াঙ্গনের উর্বরভূমি কুষ্টিয়া..."দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০৫