কুষ্টিয়া ইসলামিয়া কলেজ

কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ (ইংরেজি: Kushtia Islamia College) বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কুষ্টিয়া শহরের অভ্যন্তরে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ২ একর জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পহেলা জানুয়ারি, ১৯৬৮ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।[১]

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রধান ফটক।
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৬৮ (1968)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী৮০০
অবস্থান, ,
২৩°৫৪′২৮″ উত্তর ৮৯°০৭′৪৭″ পূর্ব / ২৩.৯০৭৭৬৩৮° উত্তর ৮৯.১২৯৭৮৮৮° পূর্ব / 23.9077638; 89.1297888
শিক্ষাঙ্গন২ একর (৮,১০০ মি)
ক্রীড়াক্রিকেট, ফুটবল,
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

প্রতিষ্ঠার ইতিহাস সম্পাদনা

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৪৭ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।[১]

একাডেমিক কোর্স চালুর ইতিহাস সম্পাদনা

ক্যাম্পাস সম্পাদনা

মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রীদের কোলাহলে প্রায় ২ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। কলেজে রয়েছে তিনটি ভবন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুষ্টিয়া ইসলামিয়া কলেজ"http://kic.edu.bd/। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)