কুলিয়া ইউনিয়ন, দেবহাটা
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন
কুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা। [১][২]
কুলিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কুলিয়া ইউনিয়ন, দেবহাটার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫১″ উত্তর ৮৮°৫৯′২৬″ পূর্ব / ২২.৫৮০৮৩° উত্তর ৮৮.৯৯০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | দেবহাটা উপজেলা ![]() |
ইউনিয়ন | কুলিয়া |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আছাদুল হক |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৬.০৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানাসম্পাদনা
কুলিয়া ইউনিয়নেরর উত্তরে আলীপুর ইউনিয়ন,দক্ষিণে পারুলিয়া ইউনিয়ন,পূর্বে ফিংড়ী ইউনিয়ন এবং ভোমরা যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোল ঘেষে অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
কুলিয়া ইউনিয়নে সাতক্ষীরা জমিদারদের গুরুঠাকুরগন বাস করতেন যে কারণে এখানকার ডাকঘর ও একটি গ্রামের নাম গুরুগ্রাম।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
- বহেরা,
- বালিয়াডাঙ্গা,
- হিরারচক,
- পুষ্পকাটি,
- খাসখামার,
- উ:কুলিয়া,
- দ:কুলিয়া,
- পূর্ব কুলিয়া,
- দত্তডাঙ্গা,
- কামট পাড়া,
- কুলতলী,
- সুবর্ণাবাদ,
- নুনেখোলা,
- রঘুনাথপুর,
- রামনগর,
- টিকেট,
- হিজলডাঙ্গা,
- দেউকুল,
- গবিন্দপুর,
- পারগাভা,
- রাজারাম,
- শশাডাঙ্গা,
- শ্যামনগর,
- গোবরাখালী,
- ভেন্নাপোতা,
- বড়বড়িয়া,
- ঢালীর ঘের,
- আন্দুলপোতা,
- কদমখালী,
- চরবালিথা,
- বিল শিমুলবাড়ীয়া,
- জেলমারী,
- কড়েমারী।
আয়তন ও জনসংখ্যাসম্পাদনা
আয়তনঃ ৫৯.৪৯ বর্গ কি:মি:। জনসংখ্যাঃ ৩৫,১৫৪ জন। পুরুষ ১৭,৯৪৯ জন, মহিলা ১৭,২০৫ জন, মুসলমান ২৬,৩৭৪ জন, হিন্দু ৬৩৭৫ জন, অন্যান্য ২৩৯৩ জন।
শিক্ষাসম্পাদনা
শিক্ষার হার : ৮৬.০৪%
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮টি
- মাধ্যমিক বিদ্যালয় ০২টি
- মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি
- দাখিল মাদ্রাসা ৩টি
- উপ-আনুষ্ঠানিক বিদ্যালয় ৩৭টি
- জামে মসজিদ ৪৮টি
দর্শনীয় স্থানসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
জনপ্রতিনিধিসম্পাদনা
বর্তমান চেয়ারম্যান- মোঃ আছাদুল হক
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | আবু ছালেক সরদার | বিটিশ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত |
০২ | আব্দুল গফ্ফার সরদর | ১৯৬৬-১৯৭১ |
০৩ | নুরুল মোমিন সরদার | ১৯৭২-১৯৮৮ |
০৪ | মোঃ আছাদুল হক | ১৯৮৮-২০১৬ |
০৫ | মোঃ ইমাদুল ইসলাম | ২০১৬-২০২১ |
০৬ | মোঃ আছাদুল হক | ২০২১-বর্তমান |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
http://www.bpcdoa.com/downloads/ml-1.pdf
- ↑ "কুলিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪।
- ↑ "দেবহাটা উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪।
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |