কুলধর চলিহা

ভারতীয় বিপ্লবী
(কুলধর চালিহা থেকে পুনর্নির্দেশিত)

কুলাধর ছালিহা (২০ সেপ্টেম্বর ১৮৮৭, শিবসাগরে - ১৯ জানুয়ারী ১৯৬৩) একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আসামের বিশিষ্ট নেতা ছিলেন। ছলিহা আসাম রাজ্য থেকে ১৯৩৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের অন্যতম নির্বাচিত সদস্য ছিলেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি প্রথম আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন। [১] তিনি ১৯৫২ সালের মার্চ থেকে ১৯৫৭ সালের জুন পর্যন্ত আসাম বিধানসভার প্রথম স্পিকার ছিলেন। [২][৩]

কুলাধর ছালিহা ১৯৮৮ সালের ভারতের স্ট্যাম্পে

তথ্যসূত্র সম্পাদনা