কুযুক্তির তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

কোনো বক্তব্যে কুযুক্তি/যুক্তিদোষ (ইংরেজিঃ fallacy) প্রদানের মাধ্যমে বিভ্রান্তির বেড়াজাল তৈরী করা হয়; যা প্রাথমিকভাবে শুনতে যৌক্তিক মনে হলেও প্রকৃতপক্ষে অযৌক্তিক এবং বক্তব্যের গভীরতাকে দুর্বল করে দেয়। মানুষের যোগাযোগের সকল ক্ষেত্রে (বইপত্র লিখায়, পত্রিকার কলামে, রাজনৈতিক ভাষণে এমনকি বন্ধুবান্ধবের স্বাভাবিক কথোপকথনে) এধরনের কুযুক্তি থাকতে পারে।

কুযুক্তির বৈচিত্র্যতার কারণে, কুযুক্তিকে শ্রেণীবদ্ধ/সংজ্ঞায়িত করা কঠিন হয়ে পরে। তাদের গঠন (আনুষ্ঠানিক ভুল) বা বিষয়বস্তুর (অনুষ্ঠানিক ভুল) ভিত্তিতে কুযুক্তিকে শ্রেণিবদ্ধ এবং সংজ্ঞায়িত করা যেতে পারে।

একজন কথক কথা বলার সময় শ্রোতারা যেন তার সাথে একমত হয়, তাই চান। ফলে সঠিক যুক্তি ব্যবহার করার থেকেও তিনি অনেক সময় কুযুক্তি ব্যবহার করে শ্রোতার চিন্তাভাবনাকে প্রভাবিত করে থাকেন। অক্সফোর্ড ডিকশনারীর মতে কুযুক্তিকে প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল, কোনো বক্তৃতা, পুস্তিকা বা পত্রিকার কলামে যদি কুযুক্তি ব্যবহার করা হয় তবে যে বাক্যে কুযুক্তি ব্যবহার করা হবে সেই বাক্যের বিষয়বস্তুকে যুক্তিযুক্ত নয়, সেই বক্তব্য থেকে বের হয়ে আসা উপসংহারকে অপ্রমাণিত (হতে পারে মিথ্যা নয়) এবং বাক্যটির বর্ণনা করার ধরন ত্রুটিপুর্ণ বলে মেনে নিতে হবে।[১]

গাঠনিক যুক্তিদোষ সম্পাদনা

১) আপীল টু প্রোবাবিলিটি - কোন কিছু ঘটার সম্ভাবনা আছে তাই ধরে নেওয়া এটাই সত্য হবে। যেমনঃ ক নং ব্যক্তি খ নং ব্যক্তিকে বলছে, "এলিয়েনের অস্তিত্ব আছে।" খ নং ব্যক্তি শুনে বলল, "মহাবিশ্বে কোটি কোটি গ্রহ আছে, অর্থাৎ এলিয়েনের অস্তিত্ব থাকার প্রবল সম্ভাবনা আছে।" এলিয়েনের অস্তিত্ব থাকার শুধু সম্ভাবনাই আছে। এলিয়েন আছে- এরকম দাবীর পক্ষে কোনো সত্যতা নেই। কিন্তু আপীল টু প্রোবাবিলিটির মাধ্যমে সম্ভাবনা থাকলেই তাকে সত্য বলে মেনে নেওয়ার প্রবণতা সৃষ্টি করার অনেকসময় চেষ্টা করা হয়।[২][৩]

২) আর্গিউমেন্ট ফ্রম ফ্যালাসি (ফ্যালাসী ফ্যালাসী বলেও অনেকে একে বর্ণনা করে) কোনো কিছু বুঝানোর সময় কেও যদি কোনো কুযুক্তি ব্যবহার করে, সেটার দিকে ঈংগিত করে কেও যদি বলে, তোমার বক্তব্যে যুক্তিদোষ আছে, ফলে তোমার উপসংহার মিথ্যা। এটাও একধরনের কুযুক্তি। যাকে আর্গিউমেন্ট ফ্রম ফ্যালাসী বলে। উদাহরণস্বরুপঃ ব্যক্তি ক, খ কে বলছে, "আমাদের নবায়নযোগ্য শক্তির ওপর বিনিয়োগ করা উচিত। এতে করে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমবে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পরা কমে যাবে।" এটা শুনে খ বলছে, "তুমি পরিবেশ নিয়ে সচেতন বিধায় এভাবে আবেগতাড়িত হচ্ছ যা আপীল ফ্রম ইমোশন নামক কুযুক্তি। তুমি পরিবেশ সচেতন বিধায় নবায়ন যোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে- এটা ভাল বুদ্ধি নয়।" খ এর কথা সত্য। ক আবেগতাড়িত হয়ে আপীল ফ্রম ইমোশন নামক কুযুক্তির আশ্রয় নিয়েছে। কিন্তু ক এর যে উপসংহার নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ। তা অযৌক্তিক নয়। অর্থাৎ বক্তব্যে কুযুক্তি থাকলেও উপসংহার সত্য হতে পারে। তাকে খারিজ করা যায় না। করলে সেটা আর্গিউমেন্ট ফ্রম ফ্যালাসী বা ফ্যালাসীর উপর ভিত্তি করে নতুন ফ্যালাসী (ফ্যালাসী ফ্যালাসী) হবে।[৪]

৩) কংজানশন ফ্যালাসী- এই কুযুক্তির একটি বিখ্যাত উদাহরণ হলো লিন্ডা নামক কাল্পনিক চরিত্র। উদাহরণটি হলোঃ লিন্ডা নামে একজন উচ্চশিক্ষিত দর্শনে স্নাতক করা মেয়ে যে একা থাকে, মিশুক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন সক্রিয় যোদ্ধা। লিণ্ডার ক্ষেত্রে কোনটি ঘটার সম্ভাবনা বেশি? ক) লিণ্ডা একজন ব্যাংক কর্মী খ) লিন্ডা ব্যাংক কর্মী এবং নারীবাদী আন্দোলনে নিয়মিত অংশ নেয়। ৮৫ শতাংশ মানুষ দেখা গিয়েছে খ কেই বেছে নিয়েছে। যেখানে একসাথে দুইটি ঘটনা ঘটার থেকে একটি ঘটনা যেমন ক নং অপশনটি অধিক যুক্তিযুক্ত হত। এই যে একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে এড়িয়ে দুইটি আলাদা আলাদা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনাকে অনুমান করা হয়, এটি একপ্রকার কনজাংশন ফ্যালাসী নামক কুযুক্তি।

৪) মাস্কড ম্যান ফ্যালাসী- এই কুযুক্তি প্রদানকারীরা সুনির্দিষ্ট কোন কিছুকে সঠিক মনে করে, এবং সেই বিষয়টি দিয়েই সবকিছু বিচার করে। যেমনঃ ক নং ব্যক্তি খ নং ব্যক্তিকে বলছে, "পাখিরা ডানা সাহায্য উড়তে পারে।" খ নং ব্যক্তি বলছে, "পেঙ্গুইন এবং উটপাখি তো উড়তে পারে না।" ক নং ব্যক্তি, "তাহলে পেঙ্গুইন এবং উট পাখি কোনো পাখি নয়।" -যা মাস্কড ম্যান ফ্যালাসী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hornby, A.S. (২০১০)। Oxford advanced learner's dictionary of current English (8th সংস্করণ)। Oxford University Press। আইএসবিএন 978-0194799003 
  2. Leon, Joseph (২৩ এপ্রিল ২০১১)। "Appeal to Probability"Logical & Critical Thinking। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. McDonald, Simon (২০০৯)। "Appeal to probability"Toolkit For Thinking। ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Base Rate Fallacy"Psychology Glossary। AlleyDog.com। ২০১১-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০১