কুয়োপিয়ন পাল্লোসেওরা
কুয়োপিয়ন পাল্লোসেওরা (ফিনীয়: Kuopion Palloseura; এছাড়াও কুয়োপিয়ো পাল্লোসেওরা অথবা শুধুমাত্র কেইউপিএস নামে পরিচিত) হচ্ছে কুয়োপিয়ো ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেইউপিএস তাদের সকল হোম ম্যাচ কুয়োপিয়োর সাভোন সানোমার এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্নে এরলান্ডসেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরি লাহতি। ফিনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভিল্লে সাক্সমান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
পূর্ণ নাম | কুয়োপিয়ন পাল্লোসেওরা | ||
---|---|---|---|
ডাকনাম | কেলতামুস্তা (হমুদ-কালো) কানারিয়ালিন্নুত (ক্যানারীয়) | ||
প্রতিষ্ঠিত | ১৯২৩ | ||
মাঠ | সাভোন সানোমার এরিনা[১] | ||
ধারণক্ষমতা | ৫,০০০ | ||
সভাপতি | আরি লাহতি | ||
ম্যানেজার | আর্নে এরলান্ডসেন[২] | ||
লিগ | ভেইক্কাউসলিগা | ||
২০১৯ | ১ম (চ্যাম্পিয়ন) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, কেইউপিএস এপর্যন্ত ১৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৬টি ভেইক্কাউসলিগা, ২টি ফিনীয় কাপ, ১টি ফিনীয় লীগ কাপ, ৩টি ইক্কোনেন এবং ১টি কাক্কোনেন শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনা- বিজয়ী (৬): ১৯৫৬, ১৯৫৮, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৬, ২০১৯
- রানার-আপ (১০): ১৯৫০, ১৯৫৪, ১৯৬৪, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭৫, ১৯৭৭, ১৯৭৯, ২০১০, ২০১৭
- বিজয়ী: ২০০৬
ইক্কোনেন (দ্বিতীয় বিভাগ)
কাক্কোনেন (তৃতীয় বিভাগ)
- বিজয়ী: ১৯৯৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "কুয়োপিয়ন পাল্লোসেওরা: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফিনীয়)