কুয়াংতুং

দক্ষিণ-পূর্ব চীনের একটি প্রদেশ

কুয়াংতুং[টীকা ১] (সরলীকৃত চীনা: 广东; ফিনিন: Guǎngdōng; জিউটপিং: Gwong2-dung1; ক্যানটোনীয় ইয়েল: Gwóng Dūng) গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। প্রদেশটি দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত। ইংরেজি অক্ষরে একে Canton বা Kwangtung হিসেবে লেখা হত। ২০০৫ সালের জানুয়ারি মাসে কুয়াংতুং প্রদেশ হনানসিছুয়ান প্রদেশকে পেছনে ফেলে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশে পরিণত হয়। এখানে প্রায় ৮ কোটি স্থায়ী বাসিন্দা আছে এবং প্রায় ৩ কোটি অভিবাসী আছে যারা বছরে ৬ মাসেরও বেশি সময় এখানে বাস করে। [][] ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এখানে ১০ কোটি ৪৩ লক্ষ লোকের বাস, যা চীনের মোট জনসংখ্যার ৭.৭৯ শতাংশ।[] প্রদেশের রাজধানী কুয়াংচৌ এবং অর্থনৈতিক কেন্দ্র শেনচেন চীনের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ শহরগুলির একটি।

কুয়াংতুং প্রদেশ
广东省
প্রদেশ
নামের প্রতিলিপি
 • চীনা广东省 (Guǎngdōng Shěng কুয়াংতুং শেং)
 • সংক্ষিপ্ত রূপসরলীকৃত চীনা: ; প্রথাগত চীনা: (ফিনিন: Yuè, Jyutping: Jyut6)
চীনের মানচিত্রে কুয়াংতুং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
চীনের মানচিত্রে কুয়াংতুং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
নামকরণের কারণ"গুয়াংনাংতুং লু"-এর সংক্ষিপ্ত রূপ ("লু" ছিল সুং রাজবংশের আমলে প্রদেশ বা রাজ্যের সমমান একটি প্রশাসনিক বিভাজন।
广 কুয়াং = প্রশস্ত, অবারিত, বিস্তৃত
东 তুং = পূর্ব
আক্ষরিক অর্থে, "বিস্তৃতভূমির পূর্বে" (কুয়াংশি অন্যদিকে পশ্চিমে অবস্থিত।)
Capital
(and largest city)
কুয়াংচৌ
প্রশাসনিক বিভাজন২১ জেলা, ১২১ উপজেলা, ১৬৪২ শহর
সরকার
 • সচিবহু ছুনহুয়া
 • গভর্নর বা প্রশাসকমা ছিংরুই
আয়তন[]
 • মোট১,৭৯,৮০০ বর্গকিমি (৬৯,৪০০ বর্গমাইল)
এলাকার ক্রম১৫তম
জনসংখ্যা (২০১৫)[]
 • মোট১০,৮৫,০০,০০০
 • ক্রম১ম
 • জনঘনত্ব৬০০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম৭ম
জনপরিসংখ্যান
 • জাতিগত গঠনহান – ৯৯%
চুয়াং – ০.৭%
ইয়াও – ০.২%
 • ভাষা ও আঞ্চলিকতাক্যান্টনীয় এবং অন্যান্য ইউয়ে ভাষাসমূহ, হাক্কা, মিন ভাষাসমূহ (তেওচিউ এবং লেইচৌ মিন), Tতুহুয়া, ম্যান্ডারিন, চুয়াং
আইএসও ৩১৬৬ কোডCN-44
GDP (২০১৬)CNY 7.95 trillion
USD 1.2 trillion[] (১ম)
 • মাথাপিছুCNY 73,290
USD 11,037 (৮ম)
এইচডিআই (২০১০)0.730[] (high) (৭ম)
ওয়েবসাইটhttp://www.gd.gov.cn/
(সরলীকৃত চীনা অক্ষরসমূহ)
কুয়াংতুং
সরলীকৃত (উপরে) এবং প্রথাগত (নিচে) অক্ষরে "কুয়াংতুং"
সরলীকৃত চীনা 广东
ঐতিহ্যবাহী চীনা 廣東
ক্যান্টনীয় উপভাষা ইয়েলGwóng-dūng
আক্ষরিক অর্থ"পূর্বের বিস্তৃতভূমি"
Abbreviation
সরলীকৃত চীনা
ঐতিহ্যবাহী চীনা
ক্যান্টনীয় উপভাষা ইয়েলYuht
আক্ষরিক অর্থ[চীনের ইউয়ে জাতির প্রাচীন নাম]

১৯৮৯ সাল থেকে কুয়াংতুং চীনের প্রদেশগুলির স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের ক্রমতালিকার শীর্ষে অবস্থান করছে। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে কুয়াংতুংয়ের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ছিল ৬৭৮ হাজার কোটি চীনা রেনমিনবি, বা ১.১ লক্ষ কোটি মার্কিন ডলার। এর অর্থনীতির আকার ইন্দোনেশিয়ার অর্থনীতির প্রায় সমান।[] কুয়াংতুং যদি আলাদা একটি দেশ হত, তাহলে এটি বিশ্বের লক্ষ কোটি ডলারের ক্লাবের সদস্য তথা বিশ্বের সেরা অর্থনীতিগুলির একটি হত। চীনের মোট উৎপাদনের প্রায় ১২% যোগান দেয় কুয়াংতুং। এখানে বহু চীনা ও আন্তর্জাতিক কর্পোরেশনের সদর দপ্তর ও কারখানা অবস্থিত। রাজধানী কুয়াংচৌতে নিয়মিতভাবে চীনে বৃহত্তম আমদানি-রফতানি মেলা, যার নাম ক্যান্টন মেলা, অনুষ্ঠিত হয়।

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে "গুয়াংদোং", "গুয়াংডং", ইত্যাদি বানানও দেখা যেতে পারে, কিন্তু বাংলা উইকিপিডিয়াতে সঠিক চীনা উচ্চারণের সবচেয়ে কাছাকাছি এবং সহজে পঠনযোগ্য প্রতিবর্ণীকরণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Doing Business in China – Survey"। Ministry Of Commerce – People's Republic Of China। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩ 
  2. "National Data"। National Bureau of Statistics of China। ৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬ 
  3. "China's Provincial GDP Figures in 2011 | China Briefing News"। China-briefing.com। ২৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১২ 
  4. 《2013中国人类发展报告》 (পিডিএফ) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৩। ২০১৩-১১-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৫ 
  5. English people.com.cn
  6. "Chinadaily.com"। Chinadaily.com। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১২ 
  7. China NBS: 6th National Population Census – DATA
  8. All the parities in China, The Economist, ২০১১