কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ
কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ ২০০১ সালে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট এর একটি মহিলাদের জন্য বিশেষায়িত মেডিকেল কলেজ। ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়, লৌহজং নদীর পাশেই কলেজটির অবস্থান। কলেজটিতে ২৪২ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৫৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে।[১][২]
ধরন | মেডিকেল স্কুল |
---|---|
স্থাপিত | ২০০১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) |
চেয়ারম্যান | রাজিভ প্রসাদ সাহা |
অধ্যক্ষ | অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৩৪ |
শিক্ষার্থী | ৬৫৩ |
অবস্থান | , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | মফস্বল |
ওয়েবসাইট | kwmc |
কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[৩]
ইতিহাস
সম্পাদনাদানবীর রণদা প্রসাদ সাহার মায়ের নাম ছিল কুমুদিনী দেবী। মাত্র সাত বছর বয়সে তিনি মাকে হারান। গর্ভবতী মায়ের চিকিৎসার জন্য তখন সারা গ্রাম খুঁজেও তখন একজন চিকিৎসক পাননি। আর কাউকে যেন বিনা চিকিৎসায় না মরতে হয়, তাই ১৯৪৪ সালে রণদা প্রসাদ নিজ গ্রামে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কুমুদিনী হাসপাতাল। আর ২০০১ সালে রণদা প্রসাদ সাহার নাতি রাজীব প্রসাদ সাহার হাত ধরে প্রতিষ্ঠিত হয় কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ।[৪]
অবকাঠামো
সম্পাদনাকলেজ ক্যাম্পাসটি 'কুমুদিনী কমপ্লেক্স'-এর একটি প্রধান অংশ জুড়ে অবস্থান করছে। মির্জাপুরে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ক্যাম্পাসে ১১০ একর সবুজ জমিতে এটি অবস্থিত।
ক্যাম্পাসের মূল অবকাঠামো
সম্পাদনা- মেডিকেল কলেজ ভবন
- হাসপাতাল বিল্ডিং
- হোস্টেল বিল্ডিং
- স্টুডেন্ট মেস এবং ক্যান্টিন (আন্তর্জাতিক ছাত্রদের জন্য আলাদা ডাইনিং সহ)।
- একাডেমিক এবং ক্লিনিকাল স্টাফ জন্য থাকার ব্যবস্থা।
মূল হাসপাতালের ভবনের সংলগ্ন কলেজ ভবনটি প্রায় ৫০০ ফুট দীর্ঘ দ্বিতল কাঠামোযুক্ত, যার মূল পৃষ্ঠতলের ক্ষেত্রফল ৫০,০০০ বর্গফুট। কলেজের বিভিন্ন অংশকে সামঞ্জস্য করার জন্য ভবনটিতে তিনটি ব্লকে ভাগ করা হয়েছে।
কলেজ ভবন: ব্লক-এ
সম্পাদনানিচ তলা
সম্পাদনা- অধ্যক্ষের কক্ষ
- প্রশাসনিক দপ্তর
- কনফারেন্স রুম
- উপাধ্যক্ষের কার্যালয়
- বিভাগ বায়োকেমিস্ট্রি
- মেডিকেল শিক্ষায় গুণগত মান সিস্টেমের অফিস
- টিউটোরিয়াল ক্লাস রুম
- অ্যানাটমি ডিসসেকশন হল
- অ্যানাটমি যাদুঘর
- অ্যানাটমি বিক্ষোভের ঘর
প্রথম তলা
সম্পাদনা- গ্রন্থাগার ও পাঠকক্ষ
- শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কম্পিউটার বিভাগ
- অডিটোরিয়াম
- শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়া এবং শিক্ষকদের লাউঞ্জ
- শারীরবৃত্তির ব্যাবহারিক কক্ষ
- বায়োকেমিস্ট্রি ব্যাবহারিক কক্ষ
- ব্যারিস্টার শওকত আলী লেকচার হল -১
- ব্যারিস্টার শওকত আলী লেকচার হল -২
- শিক্ষার্থীদের কমন রুম
কলেজ ভবন: ব্লক-বি
সম্পাদনানিচ তলা
সম্পাদনা- অ্যানাটমি বিভাগ
- দেহবিজ্ঞান বিভাগ
- কমিউনিটি মেডিসিন বিভাগ
- প্রভাষকদের রুম
- হিস্টোলজি ব্যাবহারিক কক্ষ
- টিউটোরিয়াল ক্লাস রুম
- কমিউনিটি মেডিসিন যাদুঘর
- প্রভাষক গ্যালারী- জানদা হল
প্রথম তলা
সম্পাদনা- ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ
- ফার্মাকোলজি বিভাগ
- প্যাথলজি বিভাগ
- মাইক্রোবায়োলজি বিভাগ
- প্যাথলজি পরীক্ষাগার
- মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি
- টিউটোরিয়াল রুম
- প্রভাষকদের কক্ষ
- প্রভাষক গ্যালারী- বিপি পাটি হল
কলেজ বিল্ডিং: ব্লক - সি
সম্পাদনা- ডেন্টাল ইউনিটের বিভাগসমূহ
- ডেন্টাল আউটপেশেন্ট ডিপার্টমেন্ট
- পরীক্ষাগার- ডেন্টাল পদার্থের বিজ্ঞান
- ডেন্টাল অপারেশন থিয়েটার
- ডেন্টাল রেডিওলজি ও ইমেজিং বিভাগ
- বক্তৃতা রুম
- টিউটোরিয়াল রুম
- ব্যাবহারিক কক্ষ[৫]
অনুমোদন ও অধিভুক্তি
সম্পাদনাকুমুদিনী মহিলা মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে:
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত।
- আন্তর্জাতিক মেডিকেল এডুকেশন ডিরেক্টরী -এর তালিকাভুক্ত
- আমেরিকা যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত, যা এই কলেজের স্নাতকদের বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে সক্ষম করবে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kumudini Womens Medical College"। kwmc.edu.bd। ২০১৯-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ "Kumudini Women's Medical College | MBBS Admission in KWMC 2019"। MBBS in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"। Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "মেয়েদের শিক্ষায় কুমুদিনী মেডিকেল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ "Kumudini Womens Medical College"। kwmc.edu.bd। ২০১৯-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ "Kumudini Womens Medical College"। kwmc.edu.bd। ২০১৯-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।