কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়

কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত একটি এমপিও-ভুক্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি কলেজ যা ১৯৮৪ সালে কুমিল্লা জেলায় নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠালাভ করে। কলেজটি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এর অধিভুক্ত।[][]

কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়
কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের মনোগ্রাম
অন্যান্য নাম
কুমিল্লা মহিলা কলেজ
নীতিবাক্য
জ্ঞানই আলো
ইআইআইএন১০৫৮২৩
কলেজ কোড৭৯০০
ধরনএমপিও-ভুক্ত বেসরকারি কলেজ
স্থাপিত১৯৮৪; ৪১ বছর আগে (1984)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
কুমিল্লা শিক্ষা বোর্ড
অধ্যক্ষমো: আসাদুর রশিদ
শিক্ষার্থী৭৫০+
ঠিকানা
ধর্মপুর, আদর্শ সদর
, ,
৩৫০০
,
শিক্ষাঙ্গনশহুরে
কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের প্রধান ফটক

ইতিহাস

সম্পাদনা

কুমিল্লা অঞ্চলের স্থানীয় কয়েকজন আন্তরিক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ শিক্ষার মূল ধারায় নারীদের অংশগ্রহণকে উৎসাহিতকরণ, নিশ্চিতকরণ এবং সমাজজীবনে নারীদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মহতী উদ্যোগ গ্রহণ করেন। এর ফলশ্রুতিতে ১৯৮৪ সালে কলেজটি প্রতিষ্ঠালাভ করে। প্রতিষ্ঠাকালীন সময়ে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে কলেজটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৩ সালে কলেজটি সরকারি এমপিও-ভুক্তি লাভ করে। প্রতিষ্ঠালাভের পর থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ঐতিহ্যবাহী ধর্মসাগর এর দক্ষিণ পাড়স্থ লিজ-কৃত সরকারি ভবন ও জমিতে দীর্ঘদিন যাবৎ কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হত। ২০২০ সাল থেকে শহরের ধর্মপুর এলাকায় অবস্থিত কলেজের স্থায়ী নিজস্ব ক্যাম্পাসে সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।[]

ক্যাম্পাস

সম্পাদনা

কলেজটির স্থায়ী ক্যাম্পাস কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় শাসনগাছা বাসস্ট্যান্ডের দক্ষিণের কলেজ রোড থেকে ৫০০ গজ ভেতরে অবস্থিত। কলেজের নিজস্ব ৫০ শতাংশ জমির উপর সরকারি অর্থায়নে ক্যাম্পাসটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণ সম্পূর্ণভাবে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় ধর্মসাগর এর দক্ষিণ পাড়স্থ অস্থায়ী ক্যাম্পাসে দীর্ঘদিন কলেজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।[]

শিক্ষাক্রম

সম্পাদনা

কলেজটি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। একাদশ-দ্বাদশ শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে পাঠদান করা হয়ে থাকে। জাতীয় শিক্ষাক্রমের নিয়মানুযায়ী ভর্তির আবেদন করার সময় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক এই তিনটি বিভাগের যেকোন একটি নির্বাচন করা বাধ্যতামূলক এবং সে অনুযায়ী নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা নিজ পছন্দমত বিভাগ নির্বাচন করে ভর্তি হয়ে থাকে। কলেজের শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় বাংলা, ইংরেজি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এই ১৪টি বিষয় নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উচ্চমাধ্যমিক স্তরে পঠিত বিষয় হিসেবে চালু হয়।[]

কলেজটিতে বর্তমানে ১ জন অধ্যক্ষ, ৭ জন সহকারী অধ্যাপক এবং ১১ জন প্রভাষক শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।[] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধিত ও সুপারিশপ্রাপ্ত হওয়ার মাধ্যমে কলেজের শিক্ষকগণ নিয়োগ লাভ করে থাকেন।[]

অধ্যক্ষবৃন্দের তালিকা

সম্পাদনা

প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন যে ব্যক্তিবর্গ:[]

ক্রম নাম মেয়াদকাল
শুরু পর্যন্ত
অধ্যক্ষ মোহাম্মদ আলী ০২-০৭-১৯৮৪ ১৫-১১-১৯৮৫
অধ্যক্ষ মোসলেহ উদ্দিন ১৬-১১-১৯৮৫ ২৯-০৫-১৯৯০
জনাব আফরোজা খানম (ভারপ্রাপ্ত) ১৮-০৬-১৯৯০ ২৪-০৫-১৯৯১
অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ২৫-০৫-১৯৯১

২৩-০১-১৯৯৮

অধ্যক্ষ আফরোজা খানম ২৪-০১-১৯৯৮ ০১-০৯-২০০৪
জনাব রাফেয়া আক্তার (ভারপ্রাপ্ত) ০২-০৯-২০০৪ ২২-০২-২০০৮
অধ্যক্ষ রাফেয়া আক্তার ২৩-০২-২০০৮ ০৬-০৩-২০১৫
জনাব ফাতেমা বেগম (ভারপ্রাপ্ত) ০৬-০৩-২০১৫ ০৭-০৩-২০১৫
অধ্যক্ষ মো: আসাদুর রশিদ ০৮-০৩-২০১৫ বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুমিল্লা শিক্ষাবোর্ড অধিভুক্ত কলেজ তালিকা" (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "কুমিল্লা জেলার সরকারি ওয়েবসাইট"cumilla.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "History of College"কুমিল্লা মহিলা কলেজ 
  4. "কুমিল্লা মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন" 
  5. "তথ্য কমিশন, আরটিআই বাংলাদেশ" 
  6. "নতুন নিয়মে এমপিওভুক্তি ও বেসরকারি শিক্ষক নিয়োগ"সাম্প্রতিক দেশকাল। ৩ আগস্ট ২০২১। ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা