কুমিল্লা-১১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(কুমিল্লা-১১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
কুমিল্লা-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৯নং আসন।
কুমিল্লা-১১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুমিল্লা জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাকুমিল্লা-১১ আসনটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মুজিবুল হক মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মুজিবুল হক মুজিব | ১,০১,২০১ | ৫২.৩ | +১৭.৬ | ||
জামায়াতে ইসলামী | সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের | ৭৭,৯২৪ | ৪০.৩ | প্র/না | ||
জাতীয় পার্টি | কাজী জাফর আহমেদ | ১২,৯৮০ | ১.০ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | কামাল উদ্দিন ভুইয়া | ১,৪৭৪ | ০.৮ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,২৭৭ | ১২.০ | −১৮.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৫৭৯ | ৮০.৯ | +৭.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল গফুর ভূইয়া | ৮৭,৮৯৮ | ৬৪.৭ | +২৮.৪ | ||
আওয়ামী লীগ | জয়নাল আবেদীন ভুঁইয়া | ৪৭,১৭৬ | ৩৪.৭ | -১৫.২ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | অহিদুর রহমান | ৩৯১ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | আলী আহমদ মোল্লা | ২৮৮ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | শাহ আলম | ২১১ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪০,৭২২ | ৩০.০ | +১৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৫,৯৬৪ | ৭৩.৮ | +১৫.১ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জয়নাল আবেদীন ভুঁইয়া | ৩৮,৩৮২ | ৪৯.৯ | +১৫.৪ | ||
বিএনপি | এ কে এম কামরুজ্জামান | ২৭,৯১৫ | ৩৬.৩ | -৪.৫ | ||
জামায়াতে ইসলামী | এজেএম সালেহ উদ্দিন খন্দ | ৪,৮৮৪ | ৬.৪ | -৫.৩ | ||
জাতীয় পার্টি | একেএম মঈন উদ্দিন ভূইয়া | ৪,৬৯০ | ৬.১ | -৬.৩ | ||
গণফোরাম | মোকলেছুর রহমান চৌধুরী | ৩৮৯ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | আবুল হাশেম খন্দকার | ২৩৩ | ০.৩ | ০.০ | ||
ন্যাপ (ভাসানী) | আলী আশরাফ মজুমদার | ২১৮ | ০.৩ | প্র/না | ||
বিকেএ | আব্দুল হামিদ | ১৭৬ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৪৬৭ | ১৩.৬ | +৭.৩ | |||
ভোটার উপস্থিতি | ৭৬,৮৭৭ | ৫৮.৭ | +২০.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এ কে এম কামরুজ্জামান | ২৪,৯৪৮ | ৪০.৮ | |||
আওয়ামী লীগ | জয়নাল আবেদীন ভুঁইয়া | ২১,০৭৮ | ৩৪.৫ | |||
জাতীয় পার্টি | ওমর আহমেদ মজুমদার | ৭,৬০৮ | ১২.৪ | |||
জামায়াতে ইসলামী | সালাহ উদ্দিন | ৭,১৭৮ | ১১.৭ | |||
জাকের পার্টি | আবুল হাশেম | ১৯২ | ০.৩ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | একেএম রফিকুল হায়দার মজুমদার | ১৭৩ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৮৭০ | ৬.৩ | ||||
ভোটার উপস্থিতি | ৬১,১৭৭ | ৩৮.৩ | ||||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুমিল্লা-১১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কুমিল্লা-১১
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |