কুপতলা ইউনিয়ন

গাইবান্ধা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

কুপতলা ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

কুপতলা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগাইবান্ধা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন[১]
 • মোট৫৩.৭৪২ বর্গকিমি (২০.৭৫০ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন সম্পাদনা

এই ইউনিয়নের আয়তন ৫১২৫ একর (২০.৭৫ বর্গ কিলোমিটার)।[১]

অবস্থান সম্পাদনা

গাইবান্ধা জেলা শহর থেকে ৯ কি.মি. উত্তর পশ্চিমে গাইবান্ধা হাট লক্ষীপুর সড়ক ঘেষে গোডাউনবাজার নামক স্থানে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের অবস্থান।[১]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এর পূর্বে খোলাহাটি ও ঘাগোয়া এবং লক্ষীপুর ইউপি দক্ষিণে খোলাহাটি, বল্লমঝাড় ইউপি, পশ্চিমে কামারপাড়া এবং উত্তরে লক্ষীপুর ইউপি।

ইতিহাস সম্পাদনা

নামকরণ সম্পাদনা

কথিত আছে অনেক আগে গোডাউন বাজারে বিরাট বড় কুপ ছিল সে থেকেই এ এলাকার নামকরণ হয় কুপতলা।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ইউনিয়নের জনসংখ্যা পুরুষ ১৩,৯৪০ জন ও মহিলা ১৪,৮৯৩ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার ৬৮%।

অর্থনীতি সম্পাদনা

এ ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষি কাজ করে।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

বিবিধ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুপতলা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]