কুন্দন লাল সায়গল
ভারতীয় অভিনেতা, গায়ক
কুন্দন লাল সায়গল (১১ এপ্রিল ১৯০৪ – ১৮ জানুয়ারি ১৯৪৭; সংক্ষেপে কে. এল. সায়গল নামে পরিচিত) একজন ভারতীয় অভিনেতা যাকে হিন্দি সিনেমা শিল্পের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। তার সময়ে সিনেমা শিল্পের কেন্দ্র ছিল কলকাতায়, যা বর্তমানে মুম্বাইতে স্থান্তান্তরিত হয়েছে।
কুন্দন লাল সায়গল | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | জম্মু, জম্মু ও কাশ্মীর | ১১ এপ্রিল ১৯০৪
মৃত্যু | ১৮ জানুয়ারি ১৯৪৭ জলন্ধর, পাঞ্জাব | (বয়স ৪২)
ধরন | চলচ্চিত্রের গান |
পেশা | গায়ক, অভিনেতা |
বাদ্যযন্ত্র | গায়ক, হারমোনিয়াম |
কার্যকাল | ১৯৩২-১৯৪৭ |
প্রথম জীবনসম্পাদনা
সায়গলের জন্ম জম্মু-তে। দশ বছর বয়স থেকেই রামলীলা-য় অংশ নিতেন, সীতা-র চরিত্রে গাইতেন, অভিনয় তো করতেনই। গায়ক-তারকা হওয়ার লক্ষণ তখন থেকেই। তাকে নিয়ে চমৎকার একটি বই লিখেছেন প্রাণ নেভিল: কে এল সায়গল/ দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি (পেঙ্গুইন বুকস, ২৯৯.০০)। কোনও ধরাবাঁধা তালিম ছাড়াই গত শতকে তিরিশের দশকের মাঝামাঝি থেকে অসম্ভব জনপ্রিয় গায়ক, এবং একই সঙ্গে নায়ক হয়ে ওঠেন সায়গল। ৩৬টি ছবিতে অভিনয়, রেকর্ড-করা গান ১৮৫টি।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সংগীত ও সিনেমার কিছু বিস্মৃত অধ্যায়"। আনন্দবাজার পত্রিকা।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে কুন্দন লাল সায়গল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুন্দন লাল সায়গল (ইংরেজি)