কুচাইপট্টি ইউনিয়ন
কুচাইপট্টি ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
কুচাইপট্টি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কুচাইপট্টি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯০°১৫′২৪″ পূর্ব / ২৩.৪৯৯৭২° উত্তর ৯০.২৫৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | গোসাইরহাট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
সম্পাদনাআলহাজ্ব আবুল বাসার মুন্সী,বিএসসি-ঢাকা বিশ্ববিদ্যালয়। পিতাঃ প্রয়াত জমিদার মরহুম আব্দুল মান্নান মুন্সী[বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান,হরিনাথপুর ইউনিয়ন পরিষদ ও প্রতিষ্ঠাতা, কুচাইপট্টি ইউনিয়ন]। বিশিষ্ট শিক্ষানুরাগী ও শরীয়তপুর-বরিশাল(২০০৭ পূর্ববর্তী) জেলার অন্যতম জনপ্রিয় ক্লিনইমেজ জনপ্রতিনিধি। অন্যতম প্রতিষ্ঠাতা ও বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান,কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ। প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দীর্ঘদিনের সফল সভাপতি,কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয়। তার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে কুচাইপট্টি ইউনিয়ন প্রতিষ্ঠা থেকে আজকের এই আধুনিকায়নে আলহাজ্ব আবুল বাসার মুন্সী 'র অবদানকে শ্রদ্ধার্থে তাকে কুচাইপট্টি ইউনিয়নের রুপকার বলা হয়। তিনি কুচাইপট্টি ইউনিয়নে অসংখ্য রোড,ব্রিজ-কালভার্ট নির্মাণের পাশাপাশি ১০০ ভাগ বিদুৎতায়ন নিশ্চিত করেছেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য সামাজিক উন্নয়নমূলক সংগঠন এবং কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় নিজ পৈতৃক সম্পত্তিতে সফলতার প্রতিষ্ঠা করেন এবং বর্তমানেও এগুলোর পরিচালনা করছেন। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণের নিজের জমিদান করেন।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ আবুল বাসার মুন্সী | |
০২ | মোঃ আবুল বাসার মুন্সী | |
০৩ | মোঃ আবল বাসার মুন্সী | |
০৪ | মোঃ নাছির উদ্দিন( বহিষ্কিত) | |
০৫ | মোঃ নাছির উদ্দিন | |
০৬ | ||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুচাইপট্টি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
- ↑ "গোসাইরহাট উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |