কুইন্স বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ)
কুইন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়।[১] বিশ্ববিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়[২] এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হামিদা বানু শোভা এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আব্দুল খালেক বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ রয়েছে।[৩]
কুইন্স বিশ্ববিদ্যালয় | |
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯৯৬ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. আব্দুল খালেক |
ঠিকানা | , , হলুদ ও সাদা |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | হললুদ ও সাদা |
সংক্ষিপ্ত নাম | QU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | queensuniversity |
ক্যাম্পাস
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস বনানীতে অবস্থিত। ঠিকানা: বাড়ি-১৩, সড়ক-৭/ডি, সেক্টর-০৯, উত্তরা, ঢাকা-১২৩০।
অনুষদ ও বিভাগ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্কুল পরিচালিত আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামসমূহ:[৪]
স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
সম্পাদনা- বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
চালুর অপেক্ষায় আছে
- বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- ,বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
- বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং,
- বি.এসসি. ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি,
- বি.এসসি. ইন মাইক্রোবায়োলজি
- বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
স্কুল অব বিজনেস এডমিনিসট্রেশন
সম্পাদনা- ব্যচেলর অব বিজনেস এডমিনিসট্রেশন (বিবিএ)
- এমবিএ
- এমবিএ (সান্ধ্যকালীন)
স্কুল অব ল’
সম্পাদনা- ব্যাচেলর অব ল’ (এলএল. বি.)
- এলএল. বি. পাস কোর্স
- এলএলএম
স্কুল অব আর্টস
সম্পাদনা- বিএ ইন ইংলিশ
- এমএ ইন ইংলিশ
স্কুল অব সোস্যাল সায়েন্স
সম্পাদনাসহশিক্ষা কার্যক্রম
সম্পাদনা- বিতর্ক ক্লাব
- ইংলিশ ক্লাব
- ল ক্লাব
- বিজনেস ক্লাব
- কম্পিউটার ক্লাব
সুযোগ সুবিধা
সম্পাদনাকুইন্স বিশ্ববিদ্যালয়ে একটি ক্যাফেটেরিয়া আছে।
লাইব্রেরী
সম্পাদনাকুইন্স বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী। এখানে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন লেখকের বই আছে। লাইব্রেরীর সদস্যরা বাড়িতে বই নেওয়ার সুযোগ পায়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Universities in Bangladesh (in order of date of establishment) published by the University Grants Commission of Bangladesh" (পিডিএফ)। ৩১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
- ↑ "University Grants Commission of Bangladesh: A Profile" (পিডিএফ)। University Grants Commission of Bangladesh। পৃষ্ঠা 27। জানুয়ারি ৩১, ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (২০ ফেব্রুয়ারি ২০২৪)। "৪৯তম বার্ষিক প্রতিবেদন ২০২২" (পিডিএফ): ২৬৭।
- ↑ http://queensuniversity.edu.bd
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |